Bangla

চটচটে ভাব দূর করুন

জেনে নিন ১০ মিনিটে কাঁঠাল কাটার ৬ টিপস

Bangla

কাঁঠাল কাটার সহজ পদ্ধতি

কাঁঠাল খেতে যতটা সুস্বাদু, তৈরি করা এবং কাটা ততটাই কঠিন। প্রায়ই কাঁঠাল কাটার সময় আপনার হাত চটচটে হয়ে যায়, তাই এখানে জেনে নিন কাঁঠাল কাটার সহজ পদ্ধতি।  

Image credits: Pinterest
Bangla

কীভাবে কাঁঠাল কাটবেন

কাঁঠালের মাঝখানে কাটার পরিবর্তে উপরের অংশ কাটুন। এটি দুধ ছেড়ে দেয়। এটি একটি পাত্রে রাখুন। এখন পিছন থেকেও একইভাবে করতে হবে। এখন যে কাটা অংশ, সেই দুটি অংশ ঘষুন।

Image credits: Pinterest
Bangla

কীভাবে কাঁঠাল কাটতে হয়?

মনে রাখবেন কাঁঠালের দুধ চপিং বোর্ড এবং ত্বক বা চোখে যেতে দেওয়া যাবে না। কাঁঠালের দুই প্রান্ত কাটার পর একটি ছুরিতে ভালো করে তেল লাগান এবং কটহলকে খাড়া করে মাঝখান থেকে কেটে দিন।

Image credits: Pinterest
Bangla

কাঁঠাল কাটার টিপস

কাঁঠাল দুধ ছেড়ে দেয়। কাটলে দুধ দেখা যাবে, এটি দুই প্রান্তের কাটা ডাঁটা দিয়ে ঘষে পরিষ্কার করুন। এটি করলে দুধ ছড়াবে না এবং হাত চটচটে হবে না। লম্বা করে আবার কেটে দিন।

Image credits: Pinterest
Bangla

কীভাবে কাঁঠাল খোসা ছাড়াবেন

কাঁঠালের খোসা বাইরে থেকে শক্ত হয় কিন্তু ভিতরে থেকে নরম। তাই ছুরি-হাতে তেল লাগিয়ে হালকা করে এর খোসা ছাড়িয়ে নিন। যদি ছুরি ধারালো হয় তাহলে কাজ আরও সহজ হয়ে যাবে। 

Image credits: Pinterest
Bangla

কাঁঠাল কাটার হ্যাকস

খোসা ছাড়ানোর পর এর উপরের অংশে কাটা লাগিয়ে আকারে কেটে নিন। এটিকে সরাসরি হলুদ মেশানো জলে ডুবিয়ে পরিষ্কার করে নিন। ব্যাস, কাঁঠাল তরকারি রান্নার জন্য একেবারে তৈরি।  

Image credits: Pinterest

International Mothers Day 2025: মাতৃ দিবসে মায়ের জন্য ঝটপট বানিয়ে ফেলুন এই পদ

Emergency Situations Food: ৮টি তৈরি খাবার, জরুরি অবস্থায় কাজে লাগবে

Ready to Eat Items: জরুরি অবস্থায় এই ৮টি তৈরি খাবার অবশ্যই সঙ্গে রাখুন

হাতে একদম সময় নেই? রইল চটজলদি বানানো যাবে এমন খাবারের টিপস