Bangla

নাস্তায় এগুলি একেবারেই খাবেন না

নাস্তায় সব সময় প্রোটিন ও পুষ্টিকর খাবার রাখা উচিত। কোন ধরনের খাবার রাখবেন না নাস্তায়? আসুন জেনে নিই। 

Bangla

জাঙ্ক ফুড খাবেন না...

নাস্তার সময় শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ভুলেও জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়।

Image credits: FREEPIK
Bangla

প্রোটিন খেতেই হবে..

প্রোটিন ছাড়া নাস্তা করা একেবারেই উচিত নয়। কারণ, প্রোটিন সমৃদ্ধ নাস্তা খেলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে।

Image credits: Getty
Bangla

ফাইবার কমাবেন না

ফাইবার ছাড়া নাস্তা করা উচিত নয়। নাস্তায় প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত করুন। নাস্তায় এটি যুক্ত করার মাধ্যমে, আপনার খাবার সহজেই হজম হবে।

Image credits: Getty
Bangla

চিনিযুক্ত খাবার খাবেন না

আপনার নাস্তায় চিনিযুক্ত খাবার যুক্ত করা উচিত নয়। অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে আপনার রক্তে শর্করার মাত্রা ওঠানামা করবে।

Image credits: Getty
Bangla

তাড়াহুড়ো করে খাবেন না..

নাস্তা তাড়াহুড়ো করে, গবগব করে খাওয়া উচিত নয়। খাবার আস্তে আস্তে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন।

Image credits: Getty
Bangla

নাস্তা বাদ দেবেন না..

নাস্তা একেবারেই বাদ দেওয়া উচিত নয়। নাস্তা বাদ দেওয়ার ফলে এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে।

Image credits: Getty

নারকেল জল পানের পর এগুলি খাবেন না!

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করবে এই পানীয়গুলি, রইল টিপস

কিডনির ক্ষতি করতে পারে এই ৭টি খাবার, জেনে নিন কী কী

ঝাল ঝাল ম্যাগি খেতে চান? রইল সহজ টিপস