১ কাপ সাবুদানা, ১/২ কাপ চিনাবাদামের গুঁড়ো, ২-৩ টি কাঁচা মরিচ, ২ টি মাঝারি আকারের আলু, ২ টেবিল চামচ ঘি, সৈন্ধব লবণ স্বাদমতো, সামান্য চিনি, ধনেপাতা সাজানোর জন্য
Image credits: AI
Bangla
সাবুদানা ভেজানো
সাবুদানা ভালো করে ধুয়ে ৫-৬ ঘন্টা বা রাতভর জলে ভিজিয়ে রাখুন। জল শুধুমাত্র সাবুদানার উপরের স্তর পর্যন্ত হওয়া উচিত।
Image credits: AI
Bangla
ঘরোয়া রাঁধুনি
সাবুদানার খিচুড়ি শুধুমাত্র উপবাসেই খেতে হবে এমন কোন কথা নেই। আপনি অন্যান্য দিনেও এর স্বাদ নিতে পারেন।