Bangla

কিউয়ি

এই ফলে প্রবল পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়াও এতে আছে অ্যাক্টিনিডিন বলে এক ধরনের এনজাইম। এটাও পেটের গোলমালকে সারাতে সাহায্য করে এবং কনস্টিপেশন দূর করতে সাহায্য করে

Bangla

লেবু

যেমন কমলালেবু হতে পারে, বা মৌসাম্বু অথবা মাল্টা জাতীয় ফল। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এতে কনস্টিপেশন দূর হয়

Image credits: Getty
Bangla

আনারস

এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক এনজাইম থাকে। এটা হজমে সাহায্য করে এবং প্রোটিনকে ভেঙে দেয়। এতে থাকা ফাইবার এবং জল কনস্টিপেশনের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

Image credits: Getty
Bangla

তরমুজ

তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে। যা শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। এতে কনস্টিপেশনের সমস্যাও অনেকটা দূর হয়। এতে থাকা ফাইবার হজমেও সাহায্য করে থাকে

Image credits: Getty
Bangla

কলা

কলা খুব সহজেই হজম করা যায়। এতে থাকা সলুবল ফাইবার কনস্টিপশন রোধেও কাজ করে। এছাড়াও এতে থাকা ইলেক্টোলাইটস- যেমন- পটাসিয়াম, কনস্টিপেশনের বিরোধী লড়াইয়ে এক শক্তিশালী হাতিয়ার

Image credits: Getty
Bangla

আপেল

আপেলের প্রচুর পরিমাণে সোলুবল ও ইনসলুবল ফাইবার থাকে যা শরীরের রেচন প্রক্রিয়াকে ভালো করতে সাহায্য করে যাতে কনস্টিপেশনের সমস্যা দূর হয়। এতে থাকে পেকটিন নামে এক যৌগ যা হজমে সাহায্য করে

Image credits: Getty
Bangla

বেরিজ

বেরিজের মধ্যে যেমন-স্টবেরিজ, ব্ল্যাকবেরিজ, রাস্পবেরিজ-এ প্রচুর মাত্রায় ফাইবার থাকে এবং সঙ্গে থাকে প্রচুর জল। এগুলি খেলে কনস্টিপেশনের সমস্যা দূর হয় এবং হজমের সমস্যা থেকে রেহাই দেয়

Image credits: Getty
Bangla

আম

আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যার জন্য কনস্টিপেশন বিরোধী লড়াইয়ে এক বড় ওষুধ বলা যেতে পারে। এতে রয়েছে ডাইজেস্টিভ এনজাইম যা হজমের পক্ষে সহায়ক এবং প্রোটিনকেও ভেঙে দেয়

Image credits: Getty
Bangla

পাকা পেঁপে

এতে পাপাইন বলে এক ধরনের এনজাইম থাকে। যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক। এটা হজমে সাহায্য করে এবং প্রোটিনকে ভেঙে দেয়। এছাড়া এতে থাকে এমন একধরনের ফাইবার যা কনস্টিপেশনের সমস্যাকে দূর করে

Image credits: Getty
Bangla

প্রুনস বা শুকনো খেজুর

প্রুনস ল্যাক্সাটিভ প্রোপার্টিস-এর জন্য পরিচিত। এতে প্রচুর পরিমাণ ফাইবার ও সরবিটল নামে এক ধরনের যৌগ থাকে, এটা এক জাতীয় সুগর অ্যালকোহল যা কনস্টিপেশনের বিরুদ্ধে লড়াই করে

Image credits: Getty

Highest Egg Production: পৃথিবীতে সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী ১০টি দেশ

চটজলদি ওজন কমাতে পাতে রাখুন এই ১০ দেশীয় ব্রেকফাস্ট

Best Tips: এই ১০ খাবার যা দই-এর সঙ্গে খাওয়া উচিত নয়

গরমের সুস্বাদু ফল লিচু খাওয়ার হাজার উপকারিতা