Bangla

টক জাতীয় ফল

কোনওভাবেই দই-এর সঙ্গে কোনও টক জাতীয় ফল মাখবেন না। এতে প্রবল অ্যাসিডিটির কবলে পড়তে পারেন। বিশেষ করে লেবু জাতীয় কিছু দই-এর সঙ্গে মাখার আগে ১০বার ভাবুন। নচেৎ বদহজমের শিকার হতে পারেন

Bangla

দই-এর সঙ্গে শশা কখনইও নয়

শশা-র মধ্যে প্রচুর পরিমাণে অম্ল অ্যাসিড থাকে। তাই কখনই দই-এর সঙ্গে শশা মেশাবেন না। অনেকেই রায়তা তৈরির সময় দই-এর মধ্যে শশার কুচি দেন। এমন অভ্যাসে জ্বর বা ত্বকের সমস্যাও হতে পারে

Image credits: Getty
Bangla

দই-এর সঙ্গে আম নয়

দই-এর সঙ্গে পাকা আম মাখিয়ে খেতে অনেকে ভালোবাসেন। কিন্তু এর ফলে দই শরীরের মধ্যে ঠান্ডা ও গরমের পরিস্থিতি তৈরি করে। যার জন্য ত্বকের সমস্যা হতে পারে

Image credits: Getty
Bangla

তৈলাক্ত খাবারের সঙ্গে দই নয়

এরজন্য সারাদিন ধরে গা ম্যাজ ম্যাজ করতে পারে বা শরীরের স্ফূর্তি নষ্ট হয়ে যেতে পারে। কারণ দই-এর সঙ্গে তৈলাক্ত খাবারের মিশ্রণ শরীরে প্রবলভাবে বদহজম-এর পরিবেশ তৈরি করে

Image credits: Getty
Bangla

মূলোর সঙ্গে দই নয়

এর ফলে শরীরে ঠান্ডা ও গরমের পরিস্থিতি তৈরি হয়। এবং শরীর অসুস্থ হয়ে বদহজম অথবা জ্বরের প্রকোপে পড়তে পারেন

Image credits: Getty
Bangla

মটর ডাল-এর সঙ্গে দই নয়

অনেকেই মটরের ডালে দই দেন। এমনটা করবেন না। এর ফলে বদহজম থেকে শুরু করে ডায়েরিয়াও হতে পারে।

Image credits: Getty
Bangla

দুধ ও দই একসঙ্গে নয়

দুধ থেকেই দই তৈরি হয়। কিন্তু দই-এর দুধের ব্যাক্টেরিয়ার মিলন হয় না। যার ফলে ডায়েরিয়া থেকে শুরু করে অ্যাসিডিটি হতে পারে।

Image credits: Getty
Bangla

মাছের সঙ্গেও দই নয়

মাছ ও দই- দুটোই হাই প্রোটিন। শারীরিক খাদ্যাভ্যাসের বিজ্ঞান মানলে দুটো হাই প্রোটিন-এর মিশ্রন ক্ষতিকর হতে পারে। এর ফলে গুরুতর পেটের সমস্যা দেখা দিতে পারে

Image credits: Getty
Bangla

মাংস ও দই- কখনই একসঙ্গে নয়

অনেকেই মাংস রান্না করতে দই দিয়ে ম্যারিনেড করেন। এমনটা করবেন না। কারণ এর ফলে শরীরে ঠান্ডা ও গরমের প্রাদুর্ভাব হয়। যার ফলে শরীরে রক্ত চলাচলে ব্লকেজ এবং টক্সিন তৈরি হয়

Image credits: Getty
Bangla

পেঁয়াজ ও দই এক সঙ্গে নয়

পেঁয়াজ উচ্চ-এনার্জিযুক্ত একটি জৈবিক উপাদান। এর সঙ্গে দই-এর মিশ্রণ ভয়ঙ্কর হতে পারে। কারণ পেঁয়াজ শরীরে প্রবেশ করলে তা গরম তৈরি করে। এরসঙ্গে দই-এর মিশ্রণে ব়্যাশ ও শ্বাসকষ্ট হতে পারে

Image Credits: Getty