Bangla

ক্যালসিয়ামের অভাব? এই সবজিগুলো খান

ক্যালসিয়াম পেতে ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে এমন কিছু সবজিগুলি নিয়মিত খেতে হবে

Bangla

পালং শাক

ক্যালসিয়াম সমৃদ্ধ পালং শাকের মতো পাতাযুক্ত সবজি খাওয়া হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।

Image credits: Getty
Bangla

ব্রোকলি

এক কাপ সেদ্ধ ব্রোকলিতে ৬০-৯০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।

Image credits: social media
Bangla

ঢেঁড়স

ঢেঁড়স খাওয়াও ক্যালসিয়াম পেতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

বাঁধাকপি

এক কাপ সেদ্ধ বাঁধাকপিতে ৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।

Image credits: Getty
Bangla

মুড়িঙ্গা পাতা

সজনে পাতা খাওয়াও ক্যালসিয়াম পেতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

মেথি পাতা

মেথি পাতা ডায়েটে অন্তর্ভুক্ত করাও ক্যালসিয়াম পেতে উপকারী। 

Image credits: Getty
Bangla

ডাল

ক্যালসিয়াম সমৃদ্ধ ডাল খাওয়াও হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। 

Image credits: Getty

হটাৎ করে ব্লাড প্রেশার কম গেলে কী খাবেন?

মহিলাদের ফ্যাটি লিভার: লক্ষণ ও সতর্কতা

মহিলারা এই কয়টি জটিলতা উপেক্ষা করবেন না, হতে পারে ফ্যাটি লিভার

মাত্র সাত দিনে ওজন কমানোর ঘরোয়া উপায় জানেন?