Bangla

দিনের বেলা ঘুমিয়ে পড়লে কি শরীরের ক্ষতি হয়?

এই দ্বিধার মধ্যে পড়েই দুপুরের ভাতঘুম এড়িয়ে যাচ্ছিলেন অনেকে। এবিষয়ে সারা বিশ্ব জুড়েই সংশয় চলছিল।

Bangla

সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের কয়েকজন গবেষক

৪০ থেকে ৬৯ বছর বয়সি প্রায় ৪ লক্ষ মানুষের উপর পরীক্ষা চালিয়ে এবিষয়ে একটি ইতিবাচক তথ্য আবিষ্কার করেছেন।

Image credits: Our own
Bangla

স্লিপ হেলথ জার্নালে লেখা একটি প্রবন্ধে উল্লিখিত তথ্য অনুসারে

 জানা গেছে যে, প্রত্যেকদিন দুপুরবেলা অন্তত ৩০ মিনিট ঘুম হলে তা মস্তিষ্ককে সুস্থ রাখে।

Image credits: Our own
Bangla

যেকোনও মানুষের ভুলে যাওয়ার রোগ,

অর্থাৎ ডিমেনশিয়া (Dementia) প্রতিরোধ করার জন্যেও সহায়তা করে দিনের বেলার ঘুম।

Image credits: Our own
Bangla

‘পাওয়ার ন্যাপ’

সীমিত সময়ের জন্য নিয়মিত ‘পাওয়ার ন্যাপ’ নিলে মস্তিষ্ক সংকুচিত হওয়া কমে যায়।

Image credits: Our own
Bangla

বয়স বাড়ার গতির অনুপাতে

মস্তিষ্কের সংকোচনের গতি যত ধীরে ধীরে হবে, মানুষের বার্ধক্যও আসবে তত ধীর গতিতে।

Image credits: Our own
Bangla

বিশেষজ্ঞরা বলছেন,

মস্তিষ্ক সুস্থ ও সবল রাখতে দুপুরবেলা ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত ঘুমোনো যেতে পারে।

Image credits: Our own
Bangla

স্লিপ সাইকেল অনুযায়ী,

১৫ মিনিটের নীচের ঘুমকে যথেষ্ট পরিমাণ বিশ্রাম হিসাবে ধরা হয় না। আবার, বিশ্রামের পরিমাণ যদি ৩০ মিনিট ছাড়িয়ে যায়, তাহলে সেটা বড় ঘুম হয়ে যায়।

Image credits: Our own
Bangla

দিনের বেলার ঘুম ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই শেষ হওয়া দরকার

১৫ মিনিটের কম বিশ্রাম তৎক্ষণাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি করলেও তা এক ঘণ্টার মধ্যেই মিলিয়ে যায়। ১ ঘণ্টার বেশি ঘুমোলে তা মস্তিষ্ককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়, ফলে উপকারের থেকে অপকারই বেশি হয়।

Image credits: Our own
Bangla

বিকেলের একদম শুরুতে ঘুমালে

তা শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী বলে জানাচ্ছেন গবেষকরা। তাই দুর্গাপুজোর সময় রাত জেগে ঠাকুর দেখলে ঘুমিয়ে নিতে পারেন দিনের বেলাতেই। 

Image Credits: Our own