Bangla

রাতে 'এটা' খান.. ওজন দ্রুত কমবে; ভালো ঘুম হবে

Bangla

ওটস

রাতে ওটস খাওয়া অনেক উপায়ে উপকারী। এই পোস্টে সে সম্পর্কে জানুন।

Image credits: Getty
Bangla

ওজন কমানো

রাতের খাবারে ওটস খেলে পেট ভরে থাকে। এতে ওজন কমানো সহজ হয়।

Image credits: Getty
Bangla

ভালো ঘুম

রাতে আরামের ঘুম দরকার হলে রাতের খাবারে ওটস খান। এটি হজমশক্তি বাড়ায় এবং ভালো ঘুমে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

ঘুমের হরমোন

রাতে ওটস খেলে ঘুমের হরমোন নিয়ন্ত্রণে থাকে।

Image credits: Getty
Bangla

কিভাবে খাবেন?

ওটস জলে বা দুধে ভিজিয়ে খাওয়া যায়। ইচ্ছা করলে ফল, বীজ, বাদাম মিশিয়ে নিতে পারেন। রান্না করেও খাওয়া যায়।

Image credits: google
Bangla

মনে রাখবেন

রাতে ওটস খাওয়া ভালো, তবে বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা, বদহজমের মতো সমস্যা হতে পারে।

Image credits: Freepik

নিয়মিত আমলকী খাওয়ার উপকারিতা

সকালের ব্রেকফাস্টে এগুলি কিন্তু একেবারেই খাবেন না

আকস্মিক ওজন কমা? বিপজ্জনক রোগের লক্ষণ হতে পারে!

খালি পেটে লেবুর রস পানের অপকারিতা