Bangla

সর্দি-কাশি সারাতে বাড়িতে কী করা উচিত?

Bangla

আদা এবং মধু

সর্দি-কাশিতে আদা ও মধু একসঙ্গে খেলে গলা পরিষ্কার হয় এবং কাশি কমে।

Image credits: pexels
Bangla

হলুদ দুধ

গরম হলুদ দুধ পান করলে শরীর আরাম পায়। হলুদের গুণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

Image credits: pexels
Bangla

ভাপ নেওয়া (স্টিম)

জলে সামান্য জোয়ান দিয়ে ভাপ নিলে বন্ধ নাক খুলে যায় এবং শ্বাস নিতে আরাম হয়।

Image credits: pexels
Bangla

তুলসী পাতা

তুলসী পাতা চিবিয়ে খাওয়া বা চায়ের সাথে মিশিয়ে পান করা সর্দি-কাশির জন্য খুব উপকারী।

Image credits: pexels
Bangla

ঈষদুষ্ণ জল পান

বারবার ঈষদুষ্ণ জল পান করলে গলা শান্ত থাকে এবং সর্দি-কাশি দ্রুত কমে যায়।

Image credits: pexels

চোখের স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে রাখুন এই কয়টি ফল

রান্না না করে কাঁচা খাওয়া উচিত এমন ৬টি সবজি, জানুন এক ঝলকে

ডায়েটে আদা চা যোগ করুন, জানেন এর উপকারিতা?

ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্যকারী ৭টি স্বাস্থ্যকর খাবার, জানুন এক ঝলকে