আজকাল বিভিন্ন রোগ সারানোর টোটকা আমাদের সামনে আসে
Bangla

আজকাল বিভিন্ন রোগ সারানোর টোটকা আমাদের সামনে আসে

ঠিক সেইরকমভাবেই আদার কথা নানাভাবে উঠে আসে। 

ইদানিং হার্ট অ্যাটাকের পরিমাণ খুব বেড়ে গেছে
Bangla

ইদানিং হার্ট অ্যাটাকের পরিমাণ খুব বেড়ে গেছে

বয়সের কোনও মাপকাঠি নেই। 

Image credits: freepik
যেকোনও বয়সে এই সম্ভাবনা বাড়ছে
Bangla

যেকোনও বয়সে এই সম্ভাবনা বাড়ছে

সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারলে এর থেকে নিস্তার সম্ভব। নাহলেই মুশকিল।

Image credits: Freepik
অনেকক্ষেত্রেই ডাক্তাররা অ্যাসপিরিন খেতে বলেন
Bangla

অনেকক্ষেত্রেই ডাক্তাররা অ্যাসপিরিন খেতে বলেন

কিন্তু টোটকা হিসেবে আদার কি কোনও গুনাগুণ রয়েছে?

Image credits: social media
Bangla

অনেকেই আদা চা খেতে ভালোবাসেন

এমনকি, অনেকের মনে ধারণা আছে যে, আদা খেলে নাকি হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যায়। 

Image credits: Social media
Bangla

সত্যিই কি তাই?

কী বলছেন বিশেষজ্ঞরা?

Image credits: Getty
Bangla

চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকের সঙ্গে আদার কোনও সম্পর্কই নেই

শুধু তাই নয়, হার্ট অ্যাটাক নিরাময়ে আদা কোনও কাজেই লাগেনা।

Image credits: Freepik
Bangla

এমন কোনও তথ্য বা গবেষণা নেই

যেখানে বলা হয়েছে, আদা বা আদা চা খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। 

Image credits: Getty
Bangla

তবে অন্য একটি গবেষণা বলছে

অ্যাসপিরিন হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়।

Image credits: social media
Bangla

কিন্তু আদার কোনও সম্পর্কই নেই

তাই আদা বা আদা চা খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়, এই তত্ত্বটি সম্পূর্ণ ভিত্তিহীন।

Image credits: Freepik

চোখের পাওয়ার নিয়ন্ত্রণে রাখবেন কী করে?

রোজ লবঙ্গ খেলে কী হয়?

মাত্র এক চামচ মধুতেই মুশকিল আসান!

কলা মাখলেই আর পার্লারে যেতে হবে না!