Bangla

কলা মাখলেই আর পার্লারে যেতে হবে না!

ভিটামিন এ, বি, সি এবং ফাইবার সমৃদ্ধ কলার খোসা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী

Bangla

এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট

এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা ফ্রি ব়্যাডিক্যালের সমস্যা দূর করতে সাহায্য করে।

Image credits: Freepik
Bangla

ভিটামিনের সম্ভার

ভিটামিন এ, বি, সি এবং ফাইবার সমৃদ্ধ কলার খোসা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী

Image credits: Freepik
Bangla

বলিরেখার ওষুধ

বলিরেখা কমাতে সাহায্য করে কলার খোসা। ত্বক উজ্জ্বল করে। শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে কলা।

Image credits: Freepik
Bangla

অ্যান্টি এজিং

কলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, প্রদাহরোধী এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে।

Image credits: Freepik
Bangla

গ্লোয়িং ত্বকের রহস্য

কলার খোসা নিয়ে পেস্ট একরে এতে ২ চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে মেখে নিতে হবে। এতেই মিলবে গ্লোয়িং ত্বক

Image credits: Freepik

এই ৫টি রোজকার অভ্যাস লিভারকে ভেতর থেকে পচিয়ে দেয়!

এই ওষুধের বড় বিপদ, সুখনিদ্রার লোভে হতে পারে মৃত্যু

কমলার জুস কাছে ঘেঁষতে দেয় না এই ৫টি কঠিন রোগ, জেনে নিন

২১ দিনে কমবে ৭ কেজি ওজন! রোগা হতে মেনে চলুন সহজ এই ডায়েট