চোখের পাওয়ার নিয়ন্ত্রণে রাখবেন কী করে?
Bangla

চোখের পাওয়ার নিয়ন্ত্রণে রাখবেন কী করে?

চোখের পাওয়ার নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু নিয়ম মানতে হবে।

চোখের ব্যায়াম
Bangla

চোখের ব্যায়াম

নিয়মিত চোখের ব্যায়াম করলে পাওয়ার বাড়তে পারে না।

Image credits: pinterest
ভিটামিন এ
Bangla

ভিটামিন এ

গাজর, মাছ ও অন্যান্য ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে।

Image credits: pinterest
শাক সবজি
Bangla

শাক সবজি

প্রচুর পরিমাণে শাক-সবজি খেতে হবে। এতে চোখের পাওয়ার নিয়ন্ত্রণে থাকবে।

Image credits: pinterest
Bangla

স্ক্রিন থেকে দূরে

যতটা সম্ভব স্ক্রিন থেকে দূরে থাকার চেষ্টা করুন।

Image credits: pinterest
Bangla

ব্লু লাইট

ব্লু লাইট এড়িয়ে চলার চেষ্টা করুন। সারাক্ষণ ফোন ঘাঁটা চলবে না।

Image credits: freepik

রোজ লবঙ্গ খেলে কী হয়?

মাত্র এক চামচ মধুতেই মুশকিল আসান!

কলা মাখলেই আর পার্লারে যেতে হবে না!

এই ৫টি রোজকার অভ্যাস লিভারকে ভেতর থেকে পচিয়ে দেয়!