শীতকালে ঘর অগোছালো হয়ে পড়ে। কারণ, অতিরিক্ত পোশাক ব্যবহার করতে হয়। সেই পোশাক এদিক-ওদিক ছড়ানো থাকে। এই পরিস্থিতিতে ঘর সাজিয়ে-গুছিয়ে রাখা কঠিন।
শীতকালে ঘর গরম রাখতে ফায়ার প্লেস বানাতে পারেন। এটি আপনাকে উষ্ণতা দেবে। একইসঙ্গে ঘরের সৌন্দর্যও বাড়বে।
শীতকালে মেঝে ঠান্ডা হয়ে যায়। এই সময় মেঝেতে কার্পেট বিছিয়ে রাখলে ঘর উষ্ণ থাকবে।
শীতকালে ঘরে আরামদায়ক অনুভূতি আনার জন্য ফেরি লাইট ব্যবহার করুন। এতে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে।
শীতে উষ্ণ বেডশিট এবং কুশন ব্যবহার করুন, যা বিছানায় আরাম ও সুন্দর লুক এনে দেবে।
শীতকালে গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া-সহ বিভিন্ন ধরনের ফুল হয়। বাড়িতে এই ফুলগাছ লাগানো যেতে পারে।
শিশুদের জন্য ভয়ঙ্কর HMPV ভাইরাস, মেনে চলুন এই ৭ টি সতর্কতা
ওজন কমানোর জন্য রাতের খাবারে কী খাবেন?
শীতকালে ভুলেও এভাবে হিটার ব্যবহার করবেন না, বাড়বে ঝুঁকি
ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী এই ১০ ফল