মানুষ ওজন কমাতে জিমে ঘাম ঝরাতে থাকে এক্সসারসাইজ করে, সেইসঙ্গে থাকে প্রচুর ডায়েটিং, যোগব্যায়াম। কিন্তু পর্যাপ্ত ও ভালো ঘুম না হলে ওজন কমানো কঠিন হয়ে পড়ে, কিভাবে জানেন?
Health Jul 13 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
ওজন কমানোর জন্য ঘুম জরুরি
একজন সুস্থ মানুষের জন্য অন্তত ৭ ঘন্টা ঘুম জরুরি। ভালো ঘুম মস্তিষ্কের পুষ্টি জোগায়। ওজন কমাতে চাইলে ডায়েট ও ব্যায়ামের পাশাপাশি ঘুমও দরকার
Image credits: Getty
Bangla
ওজন বেড়ে যেতে পারে
পর্যাপ্ত ঘুম না হলে ওজন বেড়ে যেতে পারে। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন তবে ঘুমের অভাব আপনাকে প্রত্যাশিত ফলাফল দেবে না
Image credits: Getty
Bangla
কম ঘুমের ক্ষতিকারক দিক
কম ঘুম আপনার শরীরের অতিরিক্ত কর্টিসল, স্ট্রেস হরমোন এবং ক্ষুধা বাড়ায়। এতে ওজন কমানো কঠিন হয়ে পড়ে
Image credits: Getty
Bangla
কম ঘুমের ক্ষতিকারক দিক
ঘুমের অভাবে শরীরে কার্বোহাইড্রেটের মেটাবোলাইজেশন কমে যায়। এই কারণে স্থূলতা হ্রাস হয়
Image credits: Getty
Bangla
কম ঘুমের ক্ষতিকারক দিক
অপর্যাপ্ত ঘুমের ফলে উচ্চ মাত্রায় গ্লুকোজ বাড়ে, যার ফলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এবং শরীরে চর্বি জমে
Image credits: Getty
Bangla
কম ঘুমের ক্ষতিকারক দিক
রাতে ভালো ঘুম না হওয়ার কারণে শরীরে লেপটিনের মাত্রা কমে যায়, যার কারণে শরীরে কার্বোহাইড্রেটের চাহিদা থাকে এবং ওজন বেড়ে যায়
Image credits: Getty
Bangla
কম ঘুমের ক্ষতিকারক দিক
ঘুমের অভাবে শরীরে হরমোনের মাত্রা খারাপ হয়ে যায়। যা ওজন কমানো কঠিন করে তোলে