Bangla

হৃদযন্ত্রের সহায়ক খাদ্যাভাস

এমন খাদ্য গ্রহণ করুন যা হৃদযন্ত্রকে সাহায্য করবে। হৃদযন্ত্রের উপরে খারাপ প্রভাব ফেলবে এমন খাদ্যাভাস ত্যাগ করাটাই বাঞ্চনীয়। প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে এমন খাবার গ্রহণ করুন।

Bangla

শরীরচর্চার মধ্যে নিজেকে রাখুন

ফিজিক্যালি নিজেকে ফিট রাখুন। এর জন্য রোজ শরীরচর্চা করতে পারেন। যোগাসন থেকে শুরু করে সাইক্লিনিং, সাঁতার, জোরে হাঁটার মতো বিষয়গুলো অভ্যাস করে দেখতে পারেন

Image credits: Getty
Bangla

ঠিকঠাক শারীরিক ওজন বজায় রাখুন

মাত্রারিক্ত শারীরিক ওজন হৃদযন্ত্রে প্রভাব ফেলে এবং তা থেকে হৃদরোগের প্রাদুর্ভাব হতে পারে। এমনকী হৃদযন্ত্রে ব্লকেজও তৈরি হতে পারে

Image credits: Getty
Bangla

ধূমপান ত্যাগ করুন

ধূমপান হৃদরোগের অন্যতম একটা বড় কারণ। সুস্থ হৃদযন্ত্র চাইলে ধূমপান অবিলম্বে ত্যাগ করুন

Image credits: Getty
Bangla

অ্যালকোহল পানের মাত্রা কমান

মাত্রারিক্ত অ্যালকোহল পান হৃদযন্ত্রে খারাপ প্রভাব ফেলতে পারে। রোজ মাত্রারিক্ত মদ্যপান হার্ট ফেইলিওর এবং উচ্চ রক্তচাপের মতো প্রবণতার বৃদ্ধি ঘটাতে পারে

Image credits: Getty
Bangla

মানসিক চাপকে নিয়ন্ত্রণ করুন

মানসিক চাপ শরীরকে কার্যত এক্কেবারে ভেঙে দেয়। শরীরে এক হরমোনের নিঃসরণ হয় যা শরীরের সেলগুলোকে স্টিফ করে দেয়, কর্মক্ষমতা বাধা প্রাপ্ত হয়। মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

Image credits: Getty
Bangla

পর্যাপ্ত পরিমাণে ঘুমোন

রোজ অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা টানা ঘুমোন। কম ঘুম শরীরে রক্তচাপ জনিত সমস্যার বৃদ্ধি ঘটায়, ওবেসিটি তৈরি করে এবং ডায়াবেটিসের জন্ম দেয়। এগুলো সবই হৃদরোগের অন্যতম বড় উপাদান

Image credits: Getty
Bangla

নিয়মিত রক্তচাপ এবং কোলেস্টোরলে নজর রাখুন

রক্তচাপ ও কোলেস্টোরল নিয়মিত নজর করুন। কারণ, হৃদরোগে আক্রান্ত হওয়ার ধাপের সূচনা এখানেই আগে হয়ে থাকে। তাই এই দুটো জিনিসকে নজরে রাখাটা দরকার

Image credits: Getty
Bangla

শরীরে জলের মাত্রা বজায় রাখুন

শরীরে কোনওভাবেই জলের মাত্রা কমতে দেবেন না। রোজ চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে জল পানের।

Image credits: Getty
Bangla

নিয়মিত হেলথ চেকআপ করান

হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে হেলথ চেকআপ জরুরি। অবেহলা নয়, চিকিৎসকের নজরদারিতে নিয়মিত নিজের স্বাস্থ্যের খোঁজ রাখুন।

Image Credits: Getty