Bangla

অতিরিক্ত লবণ খাওয়ার কুফল

খাবার পাতে অতিরিক্ত লবন খাচ্ছেন? জানেন এর থেকে কী কী সমস্যা হতে পারে? জানুন বিশদে। 

Bangla

মাথাব্যথা

অতিরিক্ত লবণ খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়, যার ফলে মাথাব্যথা এবং মাইগ্রেনের সমস্যা হতে পারে।

Image credits: Freepik
Bangla

অ্যালার্জি

অতিরিক্ত লবণ রক্তনালীর উপর চাপ সৃষ্টি করে যা অ্যালার্জি এবং প্রদাহ সৃষ্টি করতে পারে।

Image credits: social media
Bangla

উচ্চ রক্তচাপ

অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়।

Image credits: Getty
Bangla

কিডনির সমস্যা

রক্ত থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়, যার ফলে কিডনির ক্ষতি হতে পারে।

Image credits: Getty
Bangla

হৃদরোগ

অতিরিক্ত লবণ হার্ট অ্যাটাক সহ বিভিন্ন হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

Image credits: Getty
Bangla

বেশি তেষ্টা পাওয়া

অতিরিক্ত লবণ কোষ থেকে পানি বের করে রক্তে মিশিয়ে দেয়, যার ফলে বেশি তেষ্টা পায়।

Image credits: pexels
Bangla

স্ট্রোক

বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত লবণ খেলে স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়।

Image credits: Getty

ডায়েটে রাখুন প্রোটিন সমৃদ্ধ ফল, দূর হবে একাধিক স্বাস্থ্য জটিলতা

ভিজিয়ে রাখা চিনাবাদাম খাওয়ার উপকারিতা, জানুন এক ঝলকে

প্রতিদিন খাবারের তালিকায় রাখুন একবাটি দই, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন

মানসিক শান্তি ও স্বাস্থ্য বজায় রাখতে চান? এই গাছগুলি ঘরে লাগান