Bangla

কর্টিসলের মাত্রা বাড়ায় এমন ছয়টি দৈনন্দিন অভ্যাস

স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয় এমন কিছু দৈনন্দিন অভ্যাস। 

Bangla

ঘুমের অভাব স্ট্রেস হরমোন বাড়িয়ে তুলতে পারে

 প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম জরুরি। রাতে ছয় ঘণ্টার কম ঘুমালে শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যায়।

Image credits: Getty
Bangla

অতিরিক্ত ব্যায়াম স্ট্রেস হরমোনের মাত্রা বাড়াতে পারে

পর্যাপ্ত বিশ্রাম ছাড়া অতিরিক্ত ব্যায়াম করলে কর্টিসলের মাত্রা বাড়তে পারে। 

Image credits: Getty
Bangla

ক্যাফেইন কর্টিসলের মাত্রা বাড়াতে পারে

কফি এবং চায়ে থাকা ক্যাফেইন ঘুমের অভাব ঘটাতে পারে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ হৃদস্পন্দন বাড়াতে পারে।

Image credits: Getty
Bangla

নীল আলো মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়

রাতে দীর্ঘক্ষণ ফোন বা টিভি ব্যবহার করলেও কর্টিসলের মাত্রা বাড়তে পারে। 

Image credits: Freepik
Bangla

সকালের বা দুপুরের খাবার এড়িয়ে চলা উচিত নয়

সকালের বা দুপুরের খাবার এড়িয়ে চললে কর্টিসলের মাত্রা বাড়তে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ হয়।

Image credits: stockphoto

মস্তিষ্কের স্বাস্থ্য বাড়ায় এমন ৮টি খাবার, জানুন সহজ টিপস

ওজন কমাতে সাহায্যকারী ফাইবারযুক্ত ছয়টি খাবার

মাছের ডিমের উপকারিতা জানেন? রইল বিস্তারিত

ওয়ার্ক ফ্রম হোম করলে এই রোগগুলি থেকে কিন্তু সাবধান