ক্যানসার এমনই একটি রোগ যা আমাদের সুস্থ স্বাভাবিক জীবনকে হঠাৎ করেই এলোমেলো করে তুলতে পারে। জানেন কেন হয় ক্যান্সার?
Health May 05 2025
Author: Moumita Poddar Image Credits:pinterest
Bangla
সূর্যের রশ্মির অতিরিক্ত এক্সপোজার
সরাসরি রোদে দীর্ঘক্ষণ থাকলে, বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে, UV-A এবং UV-B রশ্মির কারণে ত্বকের কোষের DNA ক্ষতিগ্রস্ত হয়, যা ক্যান্সারের সূত্রপাত করতে পারে।
Image credits: pinterest
Bangla
সানস্ক্রিন না লাগানো
সানস্ক্রিন ছাড়া বাইরে বের হলে ত্বকক সরাসরি UV রশ্মির ক্ষতির সম্মুখীন হয়। এতে মেলানোমা নামক ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
Image credits: pinterest
Bangla
ট্যানিং বেড এবং কৃত্রিম ট্যানিং
সৌন্দর্যের নামে কৃত্রিম ট্যানিং বেড ব্যবহার UV রশ্মি ত্বক পোড়ায় এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে।
Image credits: pinterest
Bangla
রাসায়নিকযুক্ত সৌন্দর্যবর্ধক ক্রিম
কিছু নিম্নমানের ত্বকের ক্রিম, ফর্সা করার পণ্য এবং স্টেরয়েডযুক্ত ক্রিম ত্বকের কোষের ক্ষতি করে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়।
Image credits: pinterest
Bangla
বংশগত কারণে ক্যান্সার
পরিবারে কারও ত্বকের ক্যান্সার থাকলে আপনারও সেই ঝুঁকি বেশি। ফর্সা ত্বকে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
Image credits: pinterest
Bangla
ঘা বা ফুঁসকুড়ি না সারা
ত্বকে কোনও তিল, দাগ বা ফুঁসকুড়ি দীর্ঘদিন না সারলে বা রঙ-আকার বদলালে তা ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে। ফলে এরকম কোনও লক্ষণ দেখলে আগে থেকে সাবধান হোন।