Bangla

ত্বকের ক্যানসারের কারণ

ক্যানসার এমনই একটি রোগ যা আমাদের সুস্থ স্বাভাবিক জীবনকে হঠাৎ করেই এলোমেলো করে তুলতে পারে। জানেন কেন  হয় ক্যান্সার? 

Bangla

সূর্যের রশ্মির অতিরিক্ত এক্সপোজার

সরাসরি রোদে দীর্ঘক্ষণ থাকলে, বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে, UV-A এবং UV-B রশ্মির কারণে ত্বকের কোষের DNA ক্ষতিগ্রস্ত হয়, যা ক্যান্সারের সূত্রপাত করতে পারে। 

Image credits: pinterest
Bangla

সানস্ক্রিন না লাগানো

সানস্ক্রিন ছাড়া বাইরে বের হলে ত্বকক সরাসরি UV রশ্মির ক্ষতির সম্মুখীন হয়। এতে মেলানোমা নামক ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।

Image credits: pinterest
Bangla

ট্যানিং বেড এবং কৃত্রিম ট্যানিং

সৌন্দর্যের নামে কৃত্রিম ট্যানিং বেড ব্যবহার UV রশ্মি ত্বক পোড়ায় এবং ত্বকের  ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। 

Image credits: pinterest
Bangla

রাসায়নিকযুক্ত সৌন্দর্যবর্ধক ক্রিম

কিছু নিম্নমানের ত্বকের ক্রিম, ফর্সা করার পণ্য এবং স্টেরয়েডযুক্ত ক্রিম ত্বকের কোষের ক্ষতি করে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়।

Image credits: pinterest
Bangla

বংশগত কারণে ক্যান্সার

পরিবারে কারও ত্বকের ক্যান্সার থাকলে আপনারও সেই ঝুঁকি বেশি। ফর্সা ত্বকে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

Image credits: pinterest
Bangla

ঘা বা ফুঁসকুড়ি না সারা

ত্বকে কোনও তিল, দাগ বা ফুঁসকুড়ি দীর্ঘদিন না সারলে বা রঙ-আকার বদলালে তা ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে। ফলে এরকম কোনও লক্ষণ দেখলে আগে থেকে সাবধান হোন। 

Image credits: pinterest

নেইল এক্সটেনশনের শখ? জানুন এর পার্শ্বপ্রতিক্রিয়া

একটুকরো হাসিতেই রয়েছে সুস্থ থাকার মূলমন্ত্র, জানুন এর আশ্চর্য গুণ

গরমে বেলের শরবতের ৭টি আশ্চর্য উপকারিতা

৯৯ কেজি থেকে ৪০ কেজি ওজন কমানোর গল্প