একজন মহিলা ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পছন্দের খাবার খেয়েছেন। শুধু ক্যালোরির হিসাব রেখে প্রায় ৪০ কেজি ওজন কমিয়েছেন। আপনিও জেনে নিন ওজন কমানোর এই ডায়েট সম্পর্কে।
Image credits: instagram
Bangla
ব্রেকফাস্টে চিজকেক
৪০০ ক্যালোরির ভিস্কফ চিজকেক। এর রেসিপি অনলাইনেও পেতে পারেন।
Image credits: instagram
Bangla
লাঞ্চে ভেজ পাস্তা
ওজন কমানোর জন্য লাঞ্চে ভেজিটেরিয়ান পেস্টো পাস্তা এবং নো ক্যালোরি প্রোটিন শেক। এতে ২৭০ থেকে ৩০০ ক্যালোরি।
Image credits: instagram
Bangla
স্ন্যাক্সে বোম্বে ভেল
স্ন্যাক্স হিসেবে বোম্বে ভেল। অর্ধেক পর্শনে ২০০ ক্যালোরি, পুরো পর্শনে ৪০০ ক্যালোরি।
Image credits: instagram
Bangla
ডিনারে প্রন ও ব্রোকলি নুডলস
ডিনারে প্রন ও ব্রোকলি নুডলস। টফি এবং ডিমও খাওয়া হয়েছে।
Image credits: instagram
Bangla
ওজন কমানোর ব্যায়াম
ওজন কমানোর জন্য শুধু ক্যালোরি নিয়ন্ত্রণই যথেষ্ট নয়। প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেও ওজন কমে।