Bangla

রাতে ঘুমানোর আগে খেলে কী হয়?

জিরা জল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অনেকেই সকালে খালি পেটে এটি পান করেন। কিন্তু রাতে ঘুমানোর আগে জিরা জল পান করার উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন?

Bangla

হজমে সহায়ক

জিরা জল পাচক এনজাইমের উৎপাদন বাড়িয়ে ভালো হজমে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

চর্বি গলাতে সাহায্য করে

জিরা জল মেটাবলিজম দ্রুত করে, চর্বি গলাতে সাহায্য করে। এর ফলে ওজন কমার সম্ভাবনা বেড়ে যায়।

Image credits: Getty
Bangla

গ্যাসের সমস্যা থেকে মুক্তি

রাতে জিরা জল পান করলে গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Image credits: Getty
Bangla

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে

জিরা জল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়

জিরা জল পান করলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি হয়।

Image credits: Getty
Bangla

বিশেষজ্ঞের পরামর্শ নিন

জিরা জল পরিমিত পরিমাণে খাওয়া উচিত। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

Image credits: Getty

কর্টিসলের মাত্রা বাড়ায় এমন ছয়টি দৈনন্দিন অভ্যাস, জানুন এক ক্লিকে

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই সাতটি খাবার

রাতে ঘুমানোর আগে জিরে জল খেলে কী হয় জানেন?

দৃষ্টিশক্তি উন্নত করবে এই সাতটি খাবার, রইল তালিকা