Bangla

বর্ষায় দ্রুত বর্ধনশীল ৬টি গাছ

বর্ষাকালে কোন কোন গাছ দ্রুত বৃদ্ধি পায় তা এই পোস্টে দেখে নেওয়া যাক।

Bangla

ঘৃতকুমারী

বর্ষাকালে ঘৃতকুমারী গাছ লাগাতে পারেন। এটি দ্রুত বৃদ্ধি পায়। এতে বেশি জলের প্রয়োজন হয় না। সূর্যের আলো প্রয়োজন।

Image credits: Getty
Bangla

মানি প্ল্যান্ট

বর্ষাকালে মানি প্ল্যান্ট লাগানো খুবই সহজ। এটি দ্রুত বৃদ্ধি পায়। এটি আপনি ঘরের ভিতরে বা বারান্দায় রাখতে পারেন।

Image credits: Getty
Bangla

স্নেক প্ল্যান্ট

বর্ষাকালে এই গাছ ভালো এবং দ্রুত বৃদ্ধি পায়। এতে বেশি জলের প্রয়োজন হয় না। আর্দ্রতা প্রয়োজন।

Image credits: Pinterest
Bangla

জবা

বর্ষাকালে জবা গাছ লাগাতে পারেন। এটি আর্দ্র পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। বেলি ফুলের গাছও লাগাতে পারেন।

Image credits: pinterest
Bangla

চন্দ্রমল্লিকা

বর্ষাকালে এই গাছ লাগানো খুবই সহজ। দ্রুত বৃদ্ধি পায়।

Image credits: pexels
Bangla

জেড গাছ

বর্ষাকালে এই গাছটি ঘরে লাগাতে পারেন। এই মরশুমে এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়।

Image credits: pexels
Bangla

এগুলিও লাগাতে পারেন!

কাঁচা মরিচ, টমেটো, ধনেপাতা ইত্যাদি কিছু গাছ আপনার বাড়িতে লাগাতে পারেন। বর্ষাকালে এই গাছগুলি দ্রুত বৃদ্ধি পায়।

Image credits: freepik

খুব সহজ উপায়ে বাড়িতেই ৭টি সুন্দর ফুলগাছ তৈরি করুন

বাড়িতে ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ! রইল তাড়ানোর সহজ উপায়

রান্নাঘরের মাছের গন্ধ দূর করার সহজ উপায়

বর্ষায় সিলিকা জেলেই সব সমস্যার মুশকিল আসান, জানুন কীভাবে ব্যবহার করবেন