বাড়িতে ইঁদুরের উপদ্রব মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? তাহলে এই পদ্ধতিগুলি ব্যবহার করে দেখুন। সহজেই ইঁদুর তাড়াতে পারবেন।
কটন বলগুলিতে কর্পূর তুলসী তেল লাগিয়ে ইঁদুর যেখানে ঘুরে বেড়ায় সেখানে রাখলে ইঁদুরের উপদ্রব থাকবে না।
পেঁয়াজ, রসুনের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না। এগুলি বেটে ইঁদুর যেখানে ঘুরে বেড়ায় সেখানে রাখলেই হবে।
ইউক্যালিপটাস তেলে অল্প জল মিশিয়ে ইঁদুর যেখানে ঘুরে বেড়ায় সেখানে স্প্রে করলেই হবে।
রান্নাঘরে সবসময় খাবার ঢেকে রাখার চেষ্টা করুন। খোলা খাবার ইঁদুরকে আকৃষ্ট করে।
আবর্জনা ইঁদুরকে আকৃষ্ট করে। তাই রান্নাঘরে আবর্জনা রাখা এড়িয়ে চলুন।
এই ধরনের যন্ত্র বাড়িতে থাকলে ইঁদুরের উপদ্রব হবে না। কারণ এ থেকে যে শব্দ বের হয় তা ইঁদুর সহ্য করতে পারে না। মানুষ এই শব্দ শুনতে পায় না।
আটা, ডাল, শস্য ইত্যাদি রান্নাঘরে খোলা রাখবেন না। বায়ুরোধী পাত্রে ঢেকে রাখুন।
রান্নাঘরের মাছের গন্ধ দূর করার সহজ উপায়
বর্ষায় সিলিকা জেলেই সব সমস্যার মুশকিল আসান, জানুন কীভাবে ব্যবহার করবেন
ওয়াশিং মেশিনের যত্ন: মেশিনে কাচার সময়ে এই ৫টি ভুল অবশ্যই এড়িয়ে চলুন
ঘরে মানি প্ল্যান্ট রাখার ৭টি উপকারিতা, এক নজরে দেখুন