Bangla

মাইক্রোওয়েভ

মাইক্রোওয়েভ রান্নাঘরের একটি অপরিহার্য বস্তু হয়ে উঠেছে। এটি আসায় রান্না করা সহজ হয়েছে। তবে কিছু ভুল এড়িয়ে চলা উচিত।

Bangla

ঢাকা ছাড়া রান্না করবেন না

মাইক্রোওয়েভের ভেতরে ঢাকা ছাড়া খাবার রান্না করা উচিত নয়। ঢাকা ছাড়া রান্না করলে খাবার ছিটকে ভেতরে লেগে যেতে পারে।

Image credits: Getty
Bangla

ব্যবহৃত পাত্র

রান্নাঘরে ব্যবহৃত সব ধরনের পাত্র মাইক্রোওয়েভে রাখা যায় না। তাই, ‘মাইক্রোওয়েভ সেফ’ লেবেলযুক্ত পাত্র ব্যবহার করার দিকে মনোযোগ দিন।

Image credits: Getty
Bangla

অতিরিক্ত তাপে রান্না করবেন না

মাইক্রোওয়েভে খাবার রান্না করার সময় অতিরিক্ত তাপ ব্যবহার করবেন না। এটি খাবারকে সঠিকভাবে রান্না হতে বাধা দেয়।

Image credits: Getty
Bangla

মাঝে মাঝে নেড়ে দিন

মাইক্রোওয়েভে খাবার রান্না করার সময় মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না। তা না হলে খাবার পুরোপুরি রান্না হবে না।

Image credits: Getty
Bangla

খাবার ঠেসে ভরবেন না

মাইক্রোওয়েভে রান্না করার সময় খাবার ঠেসে ভরার চেষ্টা করবেন না। এটি খাবারকে সঠিকভাবে রান্না হতে বাধা দেয়।

Image credits: Getty
Bangla

পরিষ্কার না করা

প্রতিবার ব্যবহারের পর মাইক্রোওয়েভ ভালোভাবে পরিষ্কার করতে ভুলবেন না। নইলে খাবারের অবশিষ্টাংশ জমে জীবাণু ও দুর্গন্ধ তৈরি হয়।

Image credits: Getty
Bangla

সতর্ক থাকুন

সঠিকভাবে ব্যবহার না করলে যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

Image credits: Getty

মাখন দীর্ঘদিন ভাল রাখতে এই ৭টি জিনিস অবশ্যই করুন!

বাথরুমে সহজেই জন্মায় এই ৭টি ইন্ডোর প্ল্যান্ট

আপনি কি একজন 'জম্বি পেরেন্ট'? তাহলে সাবধান!

রান্নার সময় গ্যাস সাশ্রয় করার ৭টি উপায়