Bangla

দুটি রঙ

টুথব্রাশের ব্রিসল্‌স (Bristle) কেন দুটি রঙের হয়?. জানলে অবাক হবেন।

Bangla

কারণ জানেন?

রঙিন ব্রিসল্‌স দিয়ে দাঁত মাজেন, কিন্তু কেন দুটি রঙের হয় জানেন?

Image credits: Pinterest
Bangla

জেস-এর তথ্য

কানাডার অন্টারিওর বাসিন্দা জেস তাঁর ভিডিওতে এই তথ্য দিয়েছেন। জেস একজন শিক্ষিকা, তাঁর উত্তরে সবাই অবাক।

Image credits: Pinterest
Bangla

রঙিন অংশে টুথপেস্ট

ব্রাশের উপরের অংশ ভিন্ন রঙের। এটি টুথপেস্ট কোথায় লাগাতে হবে তা বোঝায়। অর্থাৎ রঙিন অংশ পর্যন্ত টুথপেস্ট।

Image credits: FREEPIK
Bangla

বাচ্চাদের ব্রাশে মাঝখানে

বাচ্চাদের ব্রাশে মাঝখানে ভিন্ন রঙের ব্রিসল্‌স। কারণ কোণায় টুথপেস্ট লাগালে তা বাইরে পড়ে যেতে পারে।

Image credits: pinterest
Bangla

এবার বুঝলেন?

মানুষ ব্রাশের সব ব্রিসল্‌সে টুথপেস্ট লাগিয়ে অতিরিক্ত ব্যবহার করে। রঙিন অংশ পর্যন্তই টুথপেস্ট লাগানো উচিত।

Image credits: FREEPIK

বর্ষাকালে সাপের অবাধ গতিবিধি রোধ করতে চান? রইল ৭টি টিপস

বর্ষাকালে পোকামাকড় দূর করার ঘরোয়া টিপস

এই ৫টি সাধারণ ভুলে কমে যাচ্ছে ইনডোর প্ল্যান্টের বাঁচার মেয়াদ! জেনে নিন

বর্ষায় দ্রুত বাড়বে এই কয়েকটি গাছ, নিজের বাগান সাজিয়ে তুলুন