টুথব্রাশের ব্রিসল্স (Bristle) কেন দুটি রঙের হয়?. জানলে অবাক হবেন।
রঙিন ব্রিসল্স দিয়ে দাঁত মাজেন, কিন্তু কেন দুটি রঙের হয় জানেন?
কানাডার অন্টারিওর বাসিন্দা জেস তাঁর ভিডিওতে এই তথ্য দিয়েছেন। জেস একজন শিক্ষিকা, তাঁর উত্তরে সবাই অবাক।
ব্রাশের উপরের অংশ ভিন্ন রঙের। এটি টুথপেস্ট কোথায় লাগাতে হবে তা বোঝায়। অর্থাৎ রঙিন অংশ পর্যন্ত টুথপেস্ট।
বাচ্চাদের ব্রাশে মাঝখানে ভিন্ন রঙের ব্রিসল্স। কারণ কোণায় টুথপেস্ট লাগালে তা বাইরে পড়ে যেতে পারে।
মানুষ ব্রাশের সব ব্রিসল্সে টুথপেস্ট লাগিয়ে অতিরিক্ত ব্যবহার করে। রঙিন অংশ পর্যন্তই টুথপেস্ট লাগানো উচিত।
বর্ষাকালে সাপের অবাধ গতিবিধি রোধ করতে চান? রইল ৭টি টিপস
বর্ষাকালে পোকামাকড় দূর করার ঘরোয়া টিপস
এই ৫টি সাধারণ ভুলে কমে যাচ্ছে ইনডোর প্ল্যান্টের বাঁচার মেয়াদ! জেনে নিন
বর্ষায় দ্রুত বাড়বে এই কয়েকটি গাছ, নিজের বাগান সাজিয়ে তুলুন