টিকটিকির উপদ্রব দূর করতে অনেক রকম উপায় অবলম্বন করে ক্লান্ত? প্রাকৃতিক উপায়ে টিকটিকি তাড়াতে এইভাবে করুন।
ঠান্ডা সহ্য করতে পারে না টিকটিকি। ওদের প্রয়োজন গরম। তাই ঘরের ভিতর ঠান্ডা রাখতে ফ্যান অথবা এয়ার কন্ডিশনার ব্যবহার করা ভালো।
ইউক্যালিপটাস, কற்பূর তুলসী, লেমনগ্রাস ইত্যাদি ঘরে লাগানো ভালো। এর তীব্র গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি।
ডিমের খোসা ব্যবহার করেও টিকটিকি তাড়ানো যায়। এগুলোকে ফাঁদ ভেবে টিকটিকি সেখানে আসবে না।
রাতে বাল্ব জ্বললে তার চারপাশে ছোট ছোট পোকামাকড় আসে। এদের ধরতে টিকটিকিও আসে। এড়াতে বাল্বের পরিবর্তে এল.ই.ডি. লাইট ব্যবহার করুন।
বাইরে থেকে টিকটিকি ঘরে ঢোকা আটকানো জরুরি। ঘরে ফাটল থাকলে দ্রুত বন্ধ করুন।
ঘর সবসময় পরিষ্কার রাখুন। রান্নাঘরে খাবারের অবশিষ্টাংশ এবং অন্যান্য আবর্জনা রাখা এড়িয়ে চলুন।
টিকটিকি আসার জায়গায় মরিচ অথবা গুঁড়ো মরিচ মেশানো পানি স্প্রে করা ভালো। এটি টিকটিকি দূরে রাখতে সাহায্য করে।
রসুন, পেঁয়াজও টিকটিকি তাড়াতে ভালো। রসুন থেঁতো করে টিকটিকি আসার সম্ভাব্য জায়গায় রাখলেই হবে।
বর্ষাকালে আপনার পোষা কুকুরের যত্ন নেবেন কীভাবে, রইল খুব জরুরি টিপস
কাপড় ধোয়ার ৭টি গুরুত্বপূর্ণ টিপস
ছোট ঘর সাজান মনের মত করে! দেখে নিন ৭টি সাশ্রয়ী আইডিয়া
জলে সহজেই জন্মায় এমন ৭ টি ঔষধি গাছ চিনে নিন