বাড়িতে পিঁপড়া আসার অনেক কারণ রয়েছে। পিঁপড়া তাড়াতে এই বিষয়গুলো লক্ষ্য রাখুন।
খাবারের অবশিষ্টাংশ যেখানে থাকে সেখানে পিঁপড়ের উপদ্রব বেড়ে যায়। রান্না শেষ হলে এবং খাওয়া শেষ হলে পরিষ্কার করার দিকে নজর রাখতে হবে।
মিষ্টি জিনিসের প্রতি পিঁপড়ার আকর্ষণ বেশি। তাই যেখানেই মিষ্টি থাকবে সেখানেই পিঁপড়ে আসার সম্ভাবনা থাকে। ফল ঢেকে ফ্রিজে রাখাই ভালো।
সব প্রাণীর মতো পিঁপড়েরও জলের প্রয়োজন। আর্দ্র জায়গায় পিঁপড়া আসে। তাই জল লিক থাকলে তাড়াতাড়ি মেরামত করতে হবে।
আবর্জনা এবং ময়লা জমে থাকা জায়গায় পিঁপড়ে আসে। চুলা এবং রান্নাঘরের তলায় রান্নার তেল, সিরাপ ইত্যাদি পড়ে থাকলে পিঁপড়ে আকৃষ্ট হয়।
রান্না শেষ হলেই বাসন, গ্যাসের জায়গা, রান্নাঘরের তলা ইত্যাদি পরিষ্কার করতে হবে। এতে পিঁপড়ে আসা রোধ হয়।
আবর্জনা ফেলার পাত্র মাঝেমধ্যেই পরিষ্কার করতে হবে। এতে জীবাণু এবং ময়লা জমে থাকার সম্ভাবনা বেশি।
আর্দ্র এবং পচা কাঠে কিছু ধরণের পিঁপড়া আসে। বর্ষাকালে এই ধরণের পিঁপড়ের উপদ্রব বেশি হয়।
প্রাকৃতিকভাবে টিকটিকি তাড়ানোর ৭টি উপায়
বর্ষাকালে আপনার পোষা কুকুরের যত্ন নেবেন কীভাবে, রইল খুব জরুরি টিপস
কাপড় ধোয়ার ৭টি গুরুত্বপূর্ণ টিপস
ছোট ঘর সাজান মনের মত করে! দেখে নিন ৭টি সাশ্রয়ী আইডিয়া