Bangla

বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

কাজের চাপ, অনিয়মিত কাজের সময়ের কারণে অনিদ্রায় ভুগতে হয়।

Bangla

অনিদ্রা কাটানোর উপায়

তবে কিছু বিশেষ খাবার খেলেই একেবারে পালাবে ঘুমের সমস্যা।

Image credits: social media
Bangla

কলা

কলায় প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে যা মাসল রিল্যাক্স করতে সহায়তা করে।

Image credits: Freepik
Bangla

গরম দুধ

গরম দুধে ট্রিপটোফ্যান রয়েছে যা ঘুমের সমস্যা মেটাতে পারে।

Image credits: social media
Bangla

ওটস

ওটসে প্রচুর কম্পলেক্স কার্বোহাইড্রেট রয়েছে যা সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে।

Image credits: social media
Bangla

সেরাটোনিন

সেরাটোনিন নিদ্রার সমস্যা দূর করে এবং ইনসমনিয়ার সমস্যা দূর করে।

Image credits: social media
Bangla

আমন্ড

রোজ আমন্ড খেলে অনিদ্রার সমস্যা দূর হয়ে যায়।

Image credits: Getty
Bangla

মেডিটেশন

এ ছাড়া মেডিটেশন করলে অনিদ্রার সমস্যা দূর হয়ে যায়।

Image Credits: pexels