লেবু ত্বকের যত্নে উপকারী বলে বিবেচিত হয়। এতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকায় মুখের ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে।
Image credits: Pinterest
Bangla
ব্রণের জন্য লেবুর ব্যবহার
মুখে ব্রণ থাকলে লেবু ব্যবহার করা যাবে কিনা তা এবার জেনে নেওয়া যাক।
Image credits: Pinterest
Bangla
ত্বকের জন্য লেবুর ব্যবহার
লেবুতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণ রয়েছে। এতে থাকা ভিটামিন সি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়াও দাগের সমস্যাও দূর করে।
Image credits: Pinterest
Bangla
লেবুর সরাসরি ব্যবহার?
মুখে সরাসরি লেবু ব্যবহার করা নিরাপদ নয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে।
Image credits: Pinterest
Bangla
ব্রণের জন্য লেবুর ব্যবহার
ব্রণ হলে লেবুর ব্যবহার করা ক্ষতিকারক হতে পারে। সরাসরি ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া, লাল চুলকানির সমস্যা হতে পারে।
Image credits: social media
Bangla
লেবুর সঠিক ব্যবহার
লেবুর রস সবসময় বেসন, মুলতানি মাটি, গোলাপ জলের সাথে ব্যবহার করা উচিত। যাতে ত্বকের উপকার হয়।