Bangla

মহাভারতে কার রথ মাটি থেকে ৪ আঙুল ওপর দিয়ে চলত

মহাভারতে একজন যোদ্ধার রথ মাটি থেকে ৪ আঙ্গুল উপরে চলত।
Bangla

কার রথ চলত মাটি থেকে উপরে?

মহাভারতে অনেক পরাক্রমী যোদ্ধাদের কথা বলা হয়েছে। এর মধ্যে একজন যোদ্ধা এমনও ছিলেন যার রথ মাটি থেকে একটু উপরে চলত। এই যোদ্ধা ছিলেন পান্ডবদের একজন। জানুন কে ছিলেন...

Image credits: Chat GPT
Bangla

ধর্মরাজের অবতার ছিলেন যুধিষ্ঠির

মহাভারত অনুসারে, পান্ডবদের মধ্যে সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির ছিলেন যমরাজের অবতার। তাই তাকে ধর্মরাজও বলা হয়। যুধিষ্ঠিরের রথ ছিল খুবই অদ্ভুত কারণ এটি মাটি থেকে উপরে চলত।

Image credits: Chat GPT
Bangla

৪ আঙ্গুল উপরে চলত রথ

মহাভারত অনুসারে ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ মাটিতে লেগে চলত না, বরং এটি মাটি থেকে ৪ আঙ্গুল উপরে চলত। এই বৈশিষ্ট্য মহাভারতের অন্য কোন যোদ্ধার রথে ছিল না।

Image credits: Chat GPT
Bangla

যখন ভীম অপপ্রচার চালালেন

মহাভারত যুদ্ধের সময় যখন ভীম অশ্বত্থামা হাতির বধ করে দ্রোণপুত্র অশ্বত্থামার মৃত্যুর কথা ছড়ালেন তখন এই কথার সত্যতা জানার জন্য দ্রোণাচার্য যুধিষ্ঠিরের কাছে এসেছিলেন।

Image credits: Chat GPT
Bangla

মিথ্যা বলতেই মাটিতে নেমে এল রথ

সেই সময় যুধিষ্ঠির গুরু দ্রোণাচার্যকে মিথ্যা কথা বলেছিলেন। যুধিষ্ঠির মিথ্যা বলার সাথে সাথেই তাঁর রথ মাটিতে লেগে গেল অর্থাৎ রথের যে ঐশ্বরিক শক্তি ছিল তা শেষ হয়ে গেল।

Image credits: Chat GPT

শীতেও তুলসী থাকবে সতেজ, জেনে নিন সহজ টিপস

মূলার আচার! জেনে নিন সহজ রেসিপি

মিক্সার ছাড়া সুস্বাদু গ্রেভি তৈরির সহজ টিপস কী?

ফলের রস পানের ৫ টি ক্ষতিকর দিক কী কী?