মহাভারতে অনেক পরাক্রমী যোদ্ধাদের কথা বলা হয়েছে। এর মধ্যে একজন যোদ্ধা এমনও ছিলেন যার রথ মাটি থেকে একটু উপরে চলত। এই যোদ্ধা ছিলেন পান্ডবদের একজন। জানুন কে ছিলেন...
মহাভারত অনুসারে, পান্ডবদের মধ্যে সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির ছিলেন যমরাজের অবতার। তাই তাকে ধর্মরাজও বলা হয়। যুধিষ্ঠিরের রথ ছিল খুবই অদ্ভুত কারণ এটি মাটি থেকে উপরে চলত।
মহাভারত অনুসারে ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ মাটিতে লেগে চলত না, বরং এটি মাটি থেকে ৪ আঙ্গুল উপরে চলত। এই বৈশিষ্ট্য মহাভারতের অন্য কোন যোদ্ধার রথে ছিল না।
মহাভারত যুদ্ধের সময় যখন ভীম অশ্বত্থামা হাতির বধ করে দ্রোণপুত্র অশ্বত্থামার মৃত্যুর কথা ছড়ালেন তখন এই কথার সত্যতা জানার জন্য দ্রোণাচার্য যুধিষ্ঠিরের কাছে এসেছিলেন।
সেই সময় যুধিষ্ঠির গুরু দ্রোণাচার্যকে মিথ্যা কথা বলেছিলেন। যুধিষ্ঠির মিথ্যা বলার সাথে সাথেই তাঁর রথ মাটিতে লেগে গেল অর্থাৎ রথের যে ঐশ্বরিক শক্তি ছিল তা শেষ হয়ে গেল।