Bangla

বর্ষাকালের সমস্যা

বঙ্গে ঢুকেছে বর্ষা, এইসময়ে চারিদিকে কেমন একটা স্যাঁতসেঁতেভাব দেখা দেয়, কয়েকটি উপায় মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব

Bangla

বর্ষায় বিস্কুট ঠিক রাখার উপায়

বর্ষায় বিস্কুটের পাত্রে স্যাঁতসেঁতেভাব দেখা যায়, যার ফলে বিস্কুট নরম হয়ে যেতে পারে। তাই পাত্রে এক টুকরা ড্রাই সল্ট রেখে দিলে দেখবেন ভিজেভাব দূর হয়ে যাবে

Image credits: Getty
Bangla

পোকা-মাকড়ের উপদ্রব

বর্ষাকালে মশা, মাছি ও পোকা-মাকড়ের উপদ্রবও খুব বেড়ে যায়। এছাড়াও কয়েকটা কর্পুর জলে ভিজিয়ে সেটি ঘরের এক কোণায় রেখে দিন, দেখবেন পোকার উপদ্রব কম হবে

Image credits: Getty
Bangla

পোকা-মাকড়ের উপদ্রব

বর্ষাকালে মশা, মাছি ও পোকা-মাকড়ের উপদ্রব বেড়ে গেলে ফেলে দেওয়া চা-পাতা ভালো করে শুকিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দিন। দেখবেন এর গন্ধে পোকামাকড়ের উপদ্রব কমবে।

Image credits: Getty
Bangla

মশলার কৌটোতে পোকার উপদ্রব

বর্ষায় চাল, ডাল এবং অন্যান্য মশলার কৌটোয়ে পোকার উপদ্রব দেখা দেয়। তাই এইসব পাত্রে কয়েকটা শুকনো নিমপাতা রেখে দিলে আর পোকা হবে না

Image credits: Getty
Bangla

পিঁপড়ের উপদ্রব

বর্ষায় পিঁপড়ের খুবই উপদ্রব দেখা দেয়। পিঁপড়ে মুক্ত ঘরের জন্য ঘর মোছার জলে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার মেশানো জলে ঘর মুছলে পিঁপড়ের উপদ্রব কম হবে

Image credits: Getty
Bangla

জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব

বর্ষাকালে জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর করার জন্য আলমারিতে রেখে দিন এক টুকরো চক। এতে নিমেষেই জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব চলে যাবে

Image credits: Getty
Bangla

রুম ফ্রেশনার

এই সময়ে ভেজা ভাবের জেরে ঘরে দুর্গন্ধ হয়। এরজন্য বাজার চলতি যে-কোনও রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন

Image credits: Getty

হাজার গুণের ভান্ডার তুলসী ব্যবহার করুন দৈনন্দিন জীবনে

Baby Names: শিশু কন্যাদের জন্য ১০নাম, যার পিছনে রয়েছে দেবী দূর্গার যোগ

Father's Day: Father's Day: বাবারা কেমন হয়, রাশি মিলিয়ে জানুন

জুন মাসের তৃতীয় রবিবার মানে ফাদার্স ডে, জানুন দিনটির ইতিহাস