Bangla

বিশ্ব ইমোজি দিবস

১৭ জুলাই বিশ্ব ইমোজি দিবস। এই দিনটিকে নানাভাবে উদযাপন করেছেন বিশ্বের বিভিন্ন কোণের মানুষ। কেউ সেলফি তুলে, কেউ নিজে ইমোজির মতো ছবি তুলে আবার কেউ অ্যানিমেটেড ইমোজি দিয়ে

Bangla

ইমোজির ব্যবহার

প্রতিনিয়ত ভার্চুয়াল ওয়ার্ল্ডে কথা বলার সময়ে ইমোজি ব্যবহার করি আমরা। ইমোজি ছাড়া কথা বলা মানেই সেই কথোপকথনকে আমাদের অসম্পূর্ণ মনে হয়

Image credits: Getty
Bangla

ইমোজির ব্যবহার

২০১৪ সালে ইমোজি দিবস প্রথম পালন করা হয়। সামনাসামনি কথোপকথনে মুখের অভিব্যক্তি দেখা যায়। তেমনই ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিজের অভিব্যক্তি শেয়ার করতে ইমোজি ব্যবহার করা প্রয়োজন

Image credits: Getty
Bangla

ইমোজির অর্থ- হার্টের সঙ্গে স্মাইলিং ফেস

একাধিক হার্টের সঙ্গে স্মাইলিং ফেস, খুব জনপ্রিয় এই ইমোজি খুশির সময় ব্যবহার করেন অনেকেই। এই ইমোজির প্রকৃত অর্থ ভালবাসায় থাকা।

Image credits: Our own
Bangla

ইমোজির অর্থ- চোখ বন্ধ করে কান্নার ইমোজি

প্রচণ্ড দুঃখ বা আনন্দে চোখ বন্ধ করে জোড়ে কাঁদার অনুভুতি প্রকাশ করতে এই ইমোজি বহুল ব্যবহৃত হয়

Image credits: Our own
Bangla

ইমোজির অর্থ- প্লিডিং ফেস

হলুদ রঙের এই মুখ দেখলে মনে হবে, এই ব্যক্তি যে কোনও সময় কেঁদে ফেলবেন। যদিও এর প্রকৃত অর্থ আলাদা। আদতে এই ইমোজির মানে, অনুরোধ করা। 'পাপি ডগ আই' নামেও জনপ্রিয় এই ইমোজি।

Image credits: Our own
Bangla

ইমোজির অর্থ- রেড হার্ট

ইংরাজীতে এই  ইমোজির নাম ‘Love Emoji or Heart Emoji’ সত্যিকারের ভালোবাসা বোঝাতে এই ইমোজি ব্যবহার হয়

Image credits: Our own
Bangla

ইমোজির অর্থ- খুশী হওয়া ইমোজি

ইংরাজীতে নাম Smiling 'Face with Smiling eyes Emoji',  খুুশীর অনুভূতি প্রকাশ করুন এই ইমোজির মাধ্যমে

Image credits: Our own
Bangla

ইমোজির অর্থ- থাম্বস আপ ইমোজি

বাহবা দেওয়া, গুডলাক জানানো, সম্মতি জনানো, একমত হওয়া ইত্যাদি প্রকাশ করতে থাম্বস আপ ইমোজি প্রচুর ব্যবহৃত হয়।

Image credits: Our own
Bangla

ইমোজির অর্থ- চিন্তিত ইমোজি

ইংরাজিতে ‘Thinking Face Emoji’, কোনও ব্যাপারে চিন্তিত, চিন্তা করা বা জানার আগ্রহ প্রকাশ করতে প্রচুর ব্যবহার করি আমরা

Image credits: Our own

মানিপ্ল্যান্ট সঠিকভাবে বাড়িতে রাখলে লক্ষ্মীলাভ নিশ্চিত

মেটান চরম যৌন তৃপ্তি! জানুন লুকিয়ে কোথা থেকে কিনবেন সেক্স টয়

Guru Purnima 2023: গুরু পূর্ণিমায় জেনে নিন সঠিক গুরু হওয়ার মন্ত্র

10 Habits: সকালের এমন ১০ অভ্যাস যাতে জীবনে আসতে পারে সাফল্য