ঘাম একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। একজন ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি থাকলে তিনি বেশি ঘামতে পারেন। এটা স্বাভাবিক।
কিছু লোকের স্নানের পরেও ঘাম হয়। এর অনেক কারণ থাকতে পারে। সেগুলি এখানে দেখুন।
স্নানের পরে তোয়ালে দিয়ে মুছলে শরীরে ঘর্ষণের ফলে সামান্য তাপ উৎপন্ন হয়। এর ফলে শরীরের ঘাম গ্রন্থিগুলি সক্রিয় হয়ে ঘাম তৈরি করে।
স্নানের সময় জল পড়লে বাষ্প তৈরি হয়। এর ফলে বায়ুমণ্ডল আর্দ্র এবং উষ্ণ হয়ে যায়। এর ফলে স্নানের পরেও ঘাম হতে পারে।
গরম জলে স্নান করলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এর ফলে স্নানের পরে ঘাম হতে পারে।
ব্যায়ামের পরে সঙ্গে সঙ্গে স্নান করলে স্নানের পরে ঘামের সমস্যা হতে পারে।
কোন ফল আর সবজি কীভাবে রাখলে অনেকদিন ঠিক থাকে? জানুন
বিটের ৫ সুস্বাদু রেসিপি জেনে নিন! বাচ্চারাও খুশি মনে খাবে
সারমেয়রা জাম খেলে কী হয়?
শোবার ঘরে রাধা কৃষ্ণের ছবি রাখা কি উচিত? এক ক্লিকেই জানুন