Bangla

সন্তানদের আত্মবিশ্বাসী করে তোলার উপায়

সন্তানদের আত্মবিশ্বাসী করে তোলা বাবা ও মা উভয়েরই দায়িত্ব। সন্তান যদি আত্মবিশ্বাসী হয় তাহলে সে চলার পথে অনেকটাই সফল হয়। 

Bangla

সন্তানদের আত্মবিশ্বাসী করে তোলার উপায়

শিশুকে যদি আত্মবিশ্বাসী করতে চান তাহলে প্রথমেই শিশুকে কিছু স্বাধীনতা দিতে হবে। শিশুর আত্মবিশ্বাসের অভাব রয়েছে তারা সাধারণত নতুন জিনিস অন্বেষণ করতে চায় না

Image credits: Getty
Bangla

সন্তানদের আত্মবিশ্বাসী করে তোলার উপায়

নিরুৎসাহ এবং ভয় হল আত্মবিশ্বাসের শত্রু, এইভাবে একজন অভিভাবক হিসেবে, আপনার সন্তান যখন চ্যালেঞ্জিং ক্রিয়াকলাপ করতে চায় তখন তাকে সমর্থন করা আপনার দায়িত্ব

Image credits: Getty
Bangla

মডেল আত্মবিশ্বাস

শিশুটিকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দিন। আপনি আপনার উদ্বেগ লুকিয়ে রেখে শিশুকে এগিয়ে যেতে দিন। গঠনমূলক কাজে শিশুকে সঙ্গে নিন

Image credits: Getty
Bangla

শিশুর প্রশংসা

শিশুর কাজের প্রশংসা করুন। তার ভুল নিয়ে সর্বদা আলোচনা না করে ভাল জিনিসগুলিও সামনে আনুন, দেখবেন শিশু কাজে উৎসহ পাবে। শিশুর কাজের নিন্দা তার সামনেই করুন। বাইরের লোকের সামনে করবেন না।

Image credits: Getty
Bangla

বয়স অনুযায়ী কাজ দিন

শিশুর বয়স অনুযায়ী তাকে কাজের দায়িত্ব দিন। বাড়ির ছোট ছোট কাজে শিশুকে কখনই দূরে সরিয়ে রাখবেন না। তাকে সঙ্গে নিয়ে বাজারহাট করুন। তার পছন্দ অপছন্দ জানুন।

Image credits: Getty
Bangla

সমস্যার সমাধান

সন্তান কোনও সমস্যায় পড়লে তাকেই সমাধান করতে দিন। আপনি তাকে সাহায্য করতে পারেন। মূল কাজটি যে তাকেই করতে হবে তা বুঝিয়ে দিন। বন্ধুদের সঙ্গে সমস্যা তৈরি হলে তাকেই মেটানোর দায়িত্ব দিন।

Image credits: Getty
Bangla

সন্তান স্নেহ

নিজের সন্তানকে সর্বদা স্নেহ করুন। শিশুকে খুব ভালবাসুন। আপনার ভালবাসা তাঁর আত্মবিশ্বাসের প্রথম পাঠ। কারণ সে যখন বুঝতে পারবে সে নিরাপদ আশ্রয়ে রয়েছে তখনই সে আত্মবিশ্বাস পাবে

Image credits: Getty
Bangla

কৌতুহল বৃদ্ধি

সন্তানের কৌতুহল বৃদ্ধির দায়িত্ব বাবা ও মায়ের। শিশুর প্রশ্ন বিরক্ত হবেন না, উল্টে প্রশ্নের উত্তর দিন। যদি উত্তর না জানা থাকে তাহলে শিশুর সঙ্গেই তা খুঁজতে শুরু করুন। 

Image Credits: Getty