বাচ্চারা স্কুলে যে ব্যাগে করে টিফিন বক্স নিয়ে যায়, সেই ব্যাগ এবার করে তুলুন আরও আকর্ষণীয় ও সুন্দর। জেনে নিন উপায়।
বাচ্চার লাল রঙের টিফিন বক্স ব্যাগকে তরমুজের মতো করে সাজাতে পারেন। এর জন্য রঙিন অ্যাক্রিলিক ক্রাফট ফেব্রিক ব্যবহার করতে পারেন।
অ্যাক্রিলিক ফেব্রিকের পছন্দের শেড কিনে ব্যাগ সাজাতে পারেন স্কুলের টিফিন বক্স ব্যাগ। বাচ্চারও সাহায্য নিন। ছোটরা এই ধরনের কাজ করে খুশি হবে।
কমলা রঙের ব্যাগে অ্যাক্রিলিক ফেব্রিক দিয়ে মুখের ডিজাইন করে ব্যাগকে নতুন লুক দিতে পারেন।
অ্যাক্রিলিক ফেব্রিকের প্রজাপতি ডিজাইন কেটে নিন। তারপর বাচ্চাকে গ্লু দিয়ে লাগাতে বলুন। সুন্দর দেখতে লাগবে টিফিন বক্স ব্যাগ।
ব্যাগে মাছ তৈরি করার আইডিয়াও দারুণ। বাচ্চাকে ইউনিক ডিজাইন কাটআউট দিন আর তাদের দিয়ে অসাধারণ ডিজাইন তৈরি করান।