বাচ্চার স্কুলের টিফিন বক্স ব্যাগ হবে আরও সুন্দর, রইল ৫টি দারুণ টিপস!
Bangla

বাচ্চার স্কুলের টিফিন বক্স ব্যাগ হবে আরও সুন্দর, রইল ৫টি দারুণ টিপস!

বাচ্চারা স্কুলে যে ব্যাগে করে টিফিন বক্স নিয়ে যায়, সেই ব্যাগ এবার করে তুলুন আরও আকর্ষণীয় ও সুন্দর। জেনে নিন উপায়।

বাচ্চাদের স্কুলের টিফিন বক্স ব্যাগটিকে তরমুজের মতো করে সাজিয়ে তুলুন
Bangla

বাচ্চাদের স্কুলের টিফিন বক্স ব্যাগটিকে তরমুজের মতো করে সাজিয়ে তুলুন

বাচ্চার লাল রঙের টিফিন বক্স ব্যাগকে তরমুজের মতো করে সাজাতে পারেন। এর জন্য রঙিন অ্যাক্রিলিক ক্রাফট ফেব্রিক ব্যবহার করতে পারেন। 

Image credits: pinterest/make it yourself
পেন্টিং ব্রাশ দিয়ে সাজিয়ে তুলুন বাচ্চাদের স্কুলের টিফিন বক্স ব্যাগ
Bangla

পেন্টিং ব্রাশ দিয়ে সাজিয়ে তুলুন বাচ্চাদের স্কুলের টিফিন বক্স ব্যাগ

অ্যাক্রিলিক ফেব্রিকের পছন্দের শেড কিনে ব্যাগ সাজাতে পারেন স্কুলের টিফিন বক্স ব্যাগ। বাচ্চারও সাহায্য নিন। ছোটরা এই ধরনের কাজ করে খুশি হবে।

Image credits: pinterest/make it yourself
সোশ্যাল মিডিয়ার ইমোজির ধাঁচেও টিফিন বক্স ব্যাগ সাজিয়ে তুলতে পারেন
Bangla

সোশ্যাল মিডিয়ার ইমোজির ধাঁচেও টিফিন বক্স ব্যাগ সাজিয়ে তুলতে পারেন

কমলা রঙের ব্যাগে অ্যাক্রিলিক ফেব্রিক দিয়ে মুখের ডিজাইন করে ব্যাগকে নতুন লুক দিতে পারেন।

Image credits: pinterest/make it yourself
Bangla

বাচ্চাদের দিয়ে বানান প্রজাপতি, আকর্ষণীয় হয়ে উঠবে টিফিন বক্স ব্যাগ

অ্যাক্রিলিক ফেব্রিকের প্রজাপতি ডিজাইন কেটে নিন। তারপর বাচ্চাকে গ্লু দিয়ে লাগাতে বলুন। সুন্দর দেখতে লাগবে টিফিন বক্স ব্যাগ।

Image credits: pinterest/make it yourself
Bangla

রঙিন মাছের ডিজাইন দিয়েও স্কুলের টিফিন বক্স ব্যাগ সাজিয়ে তুলতে পারেন

ব্যাগে মাছ তৈরি করার আইডিয়াও দারুণ। বাচ্চাকে ইউনিক ডিজাইন কাটআউট দিন আর তাদের দিয়ে অসাধারণ ডিজাইন তৈরি করান। 

Image credits: pinterest/make it yourself

বাবা-মায়ের মাত্র ২০ সেকেন্ডের আদরে বদলে যেতে পারে সন্তানের ভবিষ্যত

বাবার মধ্যে এই ৮ গুণ দেখতে চায় সন্তানরা, নিজেকে সেভাবেই তৈরি করুন

মায়ের হাতেই আছে সন্তানের সাফল্যের চাবিকাঠি

বিশ্ব স্তন্যপান সপ্তাহ: শিশুকে স্তন্যপান করানোর সময় মায়েরা খান এই ৫ফল