Parenting

বিশ্ব স্তন্যপান সপ্তাহ

১ থেকে ৭ অগস্ট পালিত হয় এই বিশ্ব স্তন্যপান সপ্তাহ। শিশুর বিকাশের জন্য ব্রেস্টফিডিং করানো কতটা প্রয়োজন সে সম্পর্কে সচেতন করতে পালিত হয় এই সপ্তাহ।

Image credits: Getty

বিশ্ব স্তন্যপান সপ্তাহ

ব্রেস্টফিডিং নিয়ে নানান ধারণা রয়েছে সকলের মনে। তবে, বিশেষজ্ঞরা সব সময় বলে থাকেন মা ও বাচ্চা উভয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ।

Image credits: Getty

বিশ্ব স্তন্যপান সপ্তাহ

যে সকল মায়েরা স্তন্যদান করেন তাদের এই সময় থাকতে হয় বিশেষ সতর্ক। বিশেষ নজর দিতে হয় খাদ্যতালিকায়। খেতে পারেন এই পাঁচ ফল। এতে বাচ্চা ও মা দুজনের জন্যই উপকার।

Image credits: Getty

কাঁচা পেঁপে

খেতে পারেন কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেতে ফাইবার, ভিটামিন সি ও প্যাপাইনের মতো উপাদান আছে। এতে প্রাকৃতিক ভাবে স্তনে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পায়

Image credits: Getty

নিয়মিত কলা খান

কলাতে থাকা ফাইবার ও পটাশিয়াম মায়ের জন্য খুবই উপকারী। তরল ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। শরীর সুস্থ রাখতে খেতে পারেন কলা। এতে থাকা একাধিক উপাদান স্তনের দুধের উৎস বৃদ্ধি করে

Image credits: Getty

খেতে পারেন অ্যাভোকাডো

অ্যাভোকাডো খেতে পারেন। এতে প্রচুর পটাশিয়াম থাকে। যা মা ও সন্তান উভয়ের স্বাস্থ্যের জন্যই খুব উপকারী। যে সকল মায়েরা স্তন্যদান করেন তারা রোজ খেতে পারেন অ্যাভোকাডো।

Image credits: Getty

সবেদা

এই সময় নতুন মায়েরা খেতে পারেন সবেদা। এতে ভিটামিন, খনিজ ও উচ্চ ক্যালোরি থাকে। এই সকল উপাদান মায়ের স্তনে দুধের উৎস বৃদ্ধি করে। যা মায়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 

Image credits: Getty

ডুমুর

খেতে পারেন ডুমুর। এতে ম্যাঙ্গানিজ, কপার, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো বহু খনিজ সমৃদ্ধ। এতে আছে ফাইবার, ভিটামিন কে, ভিটামিন বি ৬। এই উপাদানগুলো মায়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

Image credits: Getty