Bangla

বিশ্ব স্তন্যপান সপ্তাহ

১ থেকে ৭ অগস্ট পালিত হয় এই বিশ্ব স্তন্যপান সপ্তাহ। শিশুর বিকাশের জন্য ব্রেস্টফিডিং করানো কতটা প্রয়োজন সে সম্পর্কে সচেতন করতে পালিত হয় এই সপ্তাহ।

Bangla

বিশ্ব স্তন্যপান সপ্তাহ

ব্রেস্টফিডিং নিয়ে নানান ধারণা রয়েছে সকলের মনে। তবে, বিশেষজ্ঞরা সব সময় বলে থাকেন মা ও বাচ্চা উভয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ।

Image credits: Getty
Bangla

বিশ্ব স্তন্যপান সপ্তাহ

যে সকল মায়েরা স্তন্যদান করেন তাদের এই সময় থাকতে হয় বিশেষ সতর্ক। বিশেষ নজর দিতে হয় খাদ্যতালিকায়। খেতে পারেন এই পাঁচ ফল। এতে বাচ্চা ও মা দুজনের জন্যই উপকার।

Image credits: Getty
Bangla

কাঁচা পেঁপে

খেতে পারেন কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেতে ফাইবার, ভিটামিন সি ও প্যাপাইনের মতো উপাদান আছে। এতে প্রাকৃতিক ভাবে স্তনে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পায়

Image credits: Getty
Bangla

নিয়মিত কলা খান

কলাতে থাকা ফাইবার ও পটাশিয়াম মায়ের জন্য খুবই উপকারী। তরল ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। শরীর সুস্থ রাখতে খেতে পারেন কলা। এতে থাকা একাধিক উপাদান স্তনের দুধের উৎস বৃদ্ধি করে

Image credits: Getty
Bangla

খেতে পারেন অ্যাভোকাডো

অ্যাভোকাডো খেতে পারেন। এতে প্রচুর পটাশিয়াম থাকে। যা মা ও সন্তান উভয়ের স্বাস্থ্যের জন্যই খুব উপকারী। যে সকল মায়েরা স্তন্যদান করেন তারা রোজ খেতে পারেন অ্যাভোকাডো।

Image credits: Getty
Bangla

সবেদা

এই সময় নতুন মায়েরা খেতে পারেন সবেদা। এতে ভিটামিন, খনিজ ও উচ্চ ক্যালোরি থাকে। এই সকল উপাদান মায়ের স্তনে দুধের উৎস বৃদ্ধি করে। যা মায়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 

Image credits: Getty
Bangla

ডুমুর

খেতে পারেন ডুমুর। এতে ম্যাঙ্গানিজ, কপার, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো বহু খনিজ সমৃদ্ধ। এতে আছে ফাইবার, ভিটামিন কে, ভিটামিন বি ৬। এই উপাদানগুলো মায়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

Image credits: Getty

বাচ্চার থেকে দূরে রাখুন এই ৫ খাবার, হতে পারে মারাত্মক ক্ষতি

নবজাতক শিশুদের এসি বা কুলারে থাকা কি নিরাপদ

বর্ষাকালে কী করে সুস্থ রাখবেন আপনার সন্তানকে? রইল সহজ উপায়

বাচ্চার স্ট্রেস দূর করতে মেনে চলুন ১০টি টোটকা