পেন্টিং উঠবে নেচে, পেন্সিলের খোসা দিয়ে বানিয়ে নিন ৭টি দারুণ কারুশিল্প
Bangla

পেন্টিং উঠবে নেচে, পেন্সিলের খোসা দিয়ে বানিয়ে নিন ৭টি দারুণ কারুশিল্প

পেন্সিলের খোসা সবাই ফেলে দেন। কিন্তু এগুলি ফেলে না দিয়ে ভালো কাজে ব্যবহার করা যায়। পেন্সিলের খোসা দিয়ে সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায়।

পেন্সিলের খোসা দিয়ে চমকপ্রদ পোশাক তৈরির মাধ্যমে তাক লাগিয়ে দিতে পারেন
Bangla

পেন্সিলের খোসা দিয়ে চমকপ্রদ পোশাক তৈরির মাধ্যমে তাক লাগিয়ে দিতে পারেন

স্কেচকে জীবন্ত করতে চাইলে পেন্সিলের খোসা এভাবে ব্যবহার করতে পারেন। পেন্সিলের খোসা পছন্দের রঙে রাঙিয়ে ছবির উপর লাগান।

Image credits: pinterest
পেন্সিলের খোসা ব্যবহার করে ডলের স্কেচের চুল তৈরি করুন, খুশি হবে শিশুরা
Bangla

পেন্সিলের খোসা ব্যবহার করে ডলের স্কেচের চুল তৈরি করুন, খুশি হবে শিশুরা

পেন্সিলের খোসা এভাবেও ব্যবহার করা যায়। ডলের স্কেচের চুল বানাতে খোসা ব্যবহার করুন। খোসা না ফেলে জমিয়ে রাখুন, তারপর কাজে লাগান।

Image credits: pinterest
পেন্সিলের খোসা ফেলে না দিয়ে স্কেচের উপর গাছের পাতাও তৈরি করে নেওয়া যায়
Bangla

পেন্সিলের খোসা ফেলে না দিয়ে স্কেচের উপর গাছের পাতাও তৈরি করে নেওয়া যায়

গাছের ছবি আঁকার পর পেন্সিলের খোসা এভাবে লাগান। এতে গাছ দেখতে সুন্দর লাগবে। ফ্রেমে ভরে ঘরে লাগান।
Image credits: pinterest
Bangla

পেন্সিলের খোসা নির্দিষ্ট ডিজাইনে ব্যবহার করে এই ধরনের শিল্পকর্মও হয়

ছোট বাচ্চাদের পেন্সিলের খোসা ব্যবহারের নিয়ম শেখান। খোসার ডগা রং করে ফুল বানান, স্কেচ দিয়ে গাছের ডালপালা তৈরি করুন।

Image credits: pinterest
Bangla

পেন্সিলের খোসার উপর রং করে ময়ূর ও পেঁচার পালকও তৈরি করে নেওয়া যায়

ময়ূর ও পেঁচার ছবিকেও পেন্সিলের খোসা দিয়ে জীবন্ত করা যায়। খোসা জুড়ে জুড়ে এদের পালক তৈরি করুন।
Image credits: pinterest
Bangla

পেন্সিলের খোসা ব্যবহার করে নৃত্যরত বালিকার পোশাকও তৈরি করে নেওয়া যায়

নাচের ভঙ্গিতে থাকা একটি মেয়ের ছবিকে অন্যরকম করে সাজানো যায়। পেন্সিলের খোসা দিয়ে স্কার্ট তৈরি করুন। চুলও কেটে বানিয়ে দিন। এটা বানানো সহজ।
Image credits: pinterest
Bangla

পেন্সিলের খোসা দিয়ে নানা ধরনের কারুশিল্প তৈরি করা যায়, সবগুলিই সুন্দর

বাচ্চারা পেন্সিল কাটলে খোসা ফেলবেন না, জমিয়ে রাখুন। তারপর তাদের ছবি আঁকার সময় লাগিয়ে দিন। এতে তারা নতুন কিছু তৈরি করতে শিখবে।
Image credits: pinterest

Tiffin Box Bags: স্কুলের টিফিন বক্স ব্যাগ হবে আরও সুন্দর, জানুন কীভাবে

বাবা-মায়ের মাত্র ২০ সেকেন্ডের আদরে বদলে যেতে পারে সন্তানের ভবিষ্যত

বাবার মধ্যে এই ৮ গুণ দেখতে চায় সন্তানরা, নিজেকে সেভাবেই তৈরি করুন

মায়ের হাতেই আছে সন্তানের সাফল্যের চাবিকাঠি