পেন্সিলের খোসা সবাই ফেলে দেন। কিন্তু এগুলি ফেলে না দিয়ে ভালো কাজে ব্যবহার করা যায়। পেন্সিলের খোসা দিয়ে সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায়।
স্কেচকে জীবন্ত করতে চাইলে পেন্সিলের খোসা এভাবে ব্যবহার করতে পারেন। পেন্সিলের খোসা পছন্দের রঙে রাঙিয়ে ছবির উপর লাগান।
পেন্সিলের খোসা এভাবেও ব্যবহার করা যায়। ডলের স্কেচের চুল বানাতে খোসা ব্যবহার করুন। খোসা না ফেলে জমিয়ে রাখুন, তারপর কাজে লাগান।
ছোট বাচ্চাদের পেন্সিলের খোসা ব্যবহারের নিয়ম শেখান। খোসার ডগা রং করে ফুল বানান, স্কেচ দিয়ে গাছের ডালপালা তৈরি করুন।