চাণক্য নীতি বলছে, বিশেষ পাঁচ ধরনের ব্যক্তিদের কখনও সাহায্য করা উচিত নয়। না হলে নিজেরই বিপদ হতে পারে।
চাণক্য নীতির একটি শ্লোকে পাঁচজন এমন মানুষের কথা বলা হয়েছে যাঁদের ভুলেও সাহায্য করা উচিত নয়। এমনটা করলে আমরাও সমস্যায় পড়তে পারি। জেনে নিন কারা সেই পাঁচজন।
আচার্য চাণক্যের মতে, কখনোই কোনও লোভী ব্যক্তির সাহায্য করা উচিত নয়। এই ধরনের লোকেরা আপনার সাহায্যে কারও ক্ষতিও করতে পারে। তাই এই ধরনের লোকদের থেকে দূরে থাকুন।
যে ব্যক্তি অলস, তাকে সাহায্য করাও উচিত নয়। এমনটা করলে আমরা তাকে আরও অলস করে তুলি। সাহায্য না পেলে অলসকে নিজেই কিছু কাজ করতে হবে। এটাই তার জন্য ভালো।
যাদের চরিত্র ভালো নয়, তাদের থেকেও দূরে থাকুন অর্থাৎ তাদের কোনও ধরনের সাহায্য করবেন না। এমনটা করলে আপনার চরিত্র নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই ধরনের লোকদের থেকে দূরে থাকাই ভালো।
যে ব্যক্তি মাতাল অর্থাৎ নেশার জন্য যে কোনও পর্যায়ে যেতে পারে। তাদেরও কোনও সাহায্য করা উচিত নয়। এই ধরনের লোকেরা তাদের নেশা করার জন্য আপনার ব্যবহারও করতে পারে।
যারা সবসময় শুধু নিজের স্বার্থের কথা ভাবে, তাদের সাহায্যও করা উচিত নয়। এই ধরনের লোকেরা শুধু নিজেদের জন্যই বাঁচে এবং অন্যদের শুধু ব্যবহার করে। এদের থেকে দূরে থাকা উচিত।