Bangla

মহিলা না পুরুষ, কে বেশি বুদ্ধিমান? বিতর্কের অবসান, জেনে নিন সত্যিটা

পুরুষ না মহিলা, বুদ্ধির দৌড়ে কারা এগিয়ে, সেই বিতর্ক নতুন কিছু নয়। এতদিন পর এই বিতর্কের অবসান হচ্ছে।

Bangla

কে বেশি বুদ্ধিমান, পুরুষ না মহিলা? যুগ যুগ ধরে এই বিতর্ক চলে আসছে

বছরের পর বছর ধরে এই প্রশ্ন উঠে আসছে যে কে বেশি বুদ্ধিমান, পুরুষ না মহিলা? অনেকে মনে করেন পুরুষ বেশি বুদ্ধিমান, আবার মহিলারাও এগিয়ে থাকার দাবি করেন।

Image credits: Getty
Bangla

প্রাচীন আমলে অনেকেরই ধারণা ছিল মহিলাদের চেয়ে পুরুষদের বুদ্ধি বেশি

আগে মনে করা হত যে পুরুষদের বেশি বুদ্ধিমত্তা থাকে, যার ফলে এই বিষয়টি প্রায়শই বিতর্কের কারণ হয়ে দাঁড়াত। কিন্তু এখন কিছু নতুন গবেষণা সামনে এসেছে, যা এই প্রশ্নের সমাধান দিতে পারে।

Image credits: Getty
Bangla

পুরুষ বা মহিলা, বুদ্ধিমত্তায় কাউকেই এগিয়ে রাখা সম্ভব নয়, বলছে গবেষণা

দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কের এখন আর কোনও অর্থ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন ব্যক্তি কীভাবে তাঁর মস্তিষ্ক ব্যবহার করেন। সেটাই তাঁর বুদ্ধিমত্তার সঠিক পরিমাপ।

Image credits: Getty

এই লক্ষণগুলি দেখলে বোঝা যায় দম্পতির মধ্যে প্রেম-ভালোবাসার অভাব নেই

সবসময় পরার জন্য বউমাকে দিতে চান? দেখে নিন ১-২ গ্রাম ওজনের সোনার গয়না

মধুচন্দ্রিমায় কোথায় যাবেন ভাবছেন? গোলাপি শহর জয়পুর বেছে নিতে পারেন

স্বামীকে কখনও এই ৮টি কথা বলতে চান না মহিলারা, জানেন এই বিষয়গুলি কী?