মহিলা না পুরুষ, কে বেশি বুদ্ধিমান? বিতর্কের অবসান, জেনে নিন সত্যিটা
পুরুষ না মহিলা, বুদ্ধির দৌড়ে কারা এগিয়ে, সেই বিতর্ক নতুন কিছু নয়। এতদিন পর এই বিতর্কের অবসান হচ্ছে।
Relationship Jan 23 2025
Author: Soumya Gangully Image Credits:Getty
Bangla
কে বেশি বুদ্ধিমান, পুরুষ না মহিলা? যুগ যুগ ধরে এই বিতর্ক চলে আসছে
বছরের পর বছর ধরে এই প্রশ্ন উঠে আসছে যে কে বেশি বুদ্ধিমান, পুরুষ না মহিলা? অনেকে মনে করেন পুরুষ বেশি বুদ্ধিমান, আবার মহিলারাও এগিয়ে থাকার দাবি করেন।
Image credits: Getty
Bangla
প্রাচীন আমলে অনেকেরই ধারণা ছিল মহিলাদের চেয়ে পুরুষদের বুদ্ধি বেশি
আগে মনে করা হত যে পুরুষদের বেশি বুদ্ধিমত্তা থাকে, যার ফলে এই বিষয়টি প্রায়শই বিতর্কের কারণ হয়ে দাঁড়াত। কিন্তু এখন কিছু নতুন গবেষণা সামনে এসেছে, যা এই প্রশ্নের সমাধান দিতে পারে।
Image credits: Getty
Bangla
পুরুষ বা মহিলা, বুদ্ধিমত্তায় কাউকেই এগিয়ে রাখা সম্ভব নয়, বলছে গবেষণা
দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কের এখন আর কোনও অর্থ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন ব্যক্তি কীভাবে তাঁর মস্তিষ্ক ব্যবহার করেন। সেটাই তাঁর বুদ্ধিমত্তার সঠিক পরিমাপ।