Bangla

এবারের ভ্যালেন্টাইনস ডে-তে মায়ের পুরনো লাল শাড়ি ব্যবহার করুন এভাবে

মায়ের পুরনো লাল শাড়ি কি দীর্ঘদিন ধরে আলমারির তাকে তোলা আছে? এবারের ভ্যালেন্টাইনস ডে-তে এভাবে সেই পুরনো শাড়ি ব্যবহার করে তাক লাগিয়ে দিন।

Bangla

পার্টিতে পরার জন্য পুরনো শাড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন অফ শোল্ডার গাউন

আলমারিতে যদি মায়ের সাটিন লাল শাড়ি পড়ে থাকে তাহলে সেটা দিয়ে অফ শোল্ডার গাউন বানাতে পারেন। ভ্যালেন্টাইন্স ডে-এর পার্টিতে আপনি এই ধরনের গাউন পরে সবাইকে মুগ্ধ করতে পারবেন।

Image credits: pinterest
Bangla

ভ্যালেন্টাইনস ডে-তে পরার জন্য শিফনের শাড়ি দিয়ে বানাতে পারেন ওয়ান পিস

মায়ের কাছে যদি শিফনের লাল শাড়ি থাকে তাহলে আপনি এরকম একটা ফ্লোয়িং পোশাক বানাতে পারেন। লম্বা পোশাকের সঙ্গে আপনি বেল্টও পরতে পারেন।

Image credits: pinterest
Bangla

শিমারি লাল শাড়ি ব্যবহার করে ফুল হাতা লম্বা ওয়ানপিস বানিয়ে নিতে পারেন

যদি মায়ের পুরনো শিমারি শাড়ি থাকে তাহলে আপনি এই ধরনের পোশাক বানাতে পারেন। ফুল হাতার সঙ্গে লম্বা প্লেটেড পোশাক বানান। মুক্তোর গয়না দিয়ে আপনি এটি স্টাইল করতে পারেন।

Image credits: pinterest
Bangla

মায়ের পুরনো লাল প্রিন্টের শাড়ি থাকলে ভি-নেকলাইন পোশাক বানতে পারেন

যদি ফুলের প্রিন্টের শাড়ি পড়ে থাকে তাহলে তাকেও নষ্ট হতে দেবেন না। আপনি ভি-নেকলাইন দিয়ে এই ধরনের পোশাক বানাতে পারেন। ফুল হাতার পোশাক আপনি ভ্যালেন্টাইনস ডে-তে পরতে পারেন।

Image credits: pinterest
Bangla

মায়ের পুরনো লাল শাড়ি দিয়ে হাঁটু পর্যন্ত ঝুলের পোশাক বানাতে পারেন

হাঁটু-দৈর্ঘ্যের ফুল হাতা আপনি নিয়মিত ব্যবহারেও আনতে পারেন। সুতির শাড়ি দিয়ে আপনি এই সুন্দর পোশাকটি বানাতে পারেন। ভ্যালেন্টাইনস ডে-র পরেও আপনি এটি পরতে পারেন।

Image credits: pinterest
Bangla

মায়ের পুরনো নেটের শাড়ি থাকলে সেটি ব্যবহার করেও পোশাক বানাতে পারেন

যদি নেটের শাড়ি পড়ে থাকে তাহলে আপনি এই ধরনের পোশাক সাটিন কাপড়ের সঙ্গে বানাতে পারেন। নেটের বাহু লাগিয়ে আপনি এতে হালকা গ্ল্যামার টাচ দিতে পারেন।

Image credits: pinterest

বুদ্ধির দৌড়ে কারা এগিয়ে, পুরুষ না মহিলারা? এতদিনে বিতর্কের অবসান

এই লক্ষণগুলি দেখলে বোঝা যায় দম্পতির মধ্যে প্রেম-ভালোবাসার অভাব নেই

সবসময় পরার জন্য বউমাকে দিতে চান? দেখে নিন ১-২ গ্রাম ওজনের সোনার গয়না

মধুচন্দ্রিমায় কোথায় যাবেন ভাবছেন? গোলাপি শহর জয়পুর বেছে নিতে পারেন