এবারের ভ্যালেন্টাইনস ডে-তে মায়ের পুরনো লাল শাড়ি ব্যবহার করুন এভাবে
মায়ের পুরনো লাল শাড়ি কি দীর্ঘদিন ধরে আলমারির তাকে তোলা আছে? এবারের ভ্যালেন্টাইনস ডে-তে এভাবে সেই পুরনো শাড়ি ব্যবহার করে তাক লাগিয়ে দিন।
Relationship Feb 02 2025
Author: Soumya Gangully Image Credits:pinterest
Bangla
পার্টিতে পরার জন্য পুরনো শাড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন অফ শোল্ডার গাউন
আলমারিতে যদি মায়ের সাটিন লাল শাড়ি পড়ে থাকে তাহলে সেটা দিয়ে অফ শোল্ডার গাউন বানাতে পারেন। ভ্যালেন্টাইন্স ডে-এর পার্টিতে আপনি এই ধরনের গাউন পরে সবাইকে মুগ্ধ করতে পারবেন।
মায়ের কাছে যদি শিফনের লাল শাড়ি থাকে তাহলে আপনি এরকম একটা ফ্লোয়িং পোশাক বানাতে পারেন। লম্বা পোশাকের সঙ্গে আপনি বেল্টও পরতে পারেন।
Image credits: pinterest
Bangla
শিমারি লাল শাড়ি ব্যবহার করে ফুল হাতা লম্বা ওয়ানপিস বানিয়ে নিতে পারেন
যদি মায়ের পুরনো শিমারি শাড়ি থাকে তাহলে আপনি এই ধরনের পোশাক বানাতে পারেন। ফুল হাতার সঙ্গে লম্বা প্লেটেড পোশাক বানান। মুক্তোর গয়না দিয়ে আপনি এটি স্টাইল করতে পারেন।
Image credits: pinterest
Bangla
মায়ের পুরনো লাল প্রিন্টের শাড়ি থাকলে ভি-নেকলাইন পোশাক বানতে পারেন
যদি ফুলের প্রিন্টের শাড়ি পড়ে থাকে তাহলে তাকেও নষ্ট হতে দেবেন না। আপনি ভি-নেকলাইন দিয়ে এই ধরনের পোশাক বানাতে পারেন। ফুল হাতার পোশাক আপনি ভ্যালেন্টাইনস ডে-তে পরতে পারেন।
Image credits: pinterest
Bangla
মায়ের পুরনো লাল শাড়ি দিয়ে হাঁটু পর্যন্ত ঝুলের পোশাক বানাতে পারেন
হাঁটু-দৈর্ঘ্যের ফুল হাতা আপনি নিয়মিত ব্যবহারেও আনতে পারেন। সুতির শাড়ি দিয়ে আপনি এই সুন্দর পোশাকটি বানাতে পারেন। ভ্যালেন্টাইনস ডে-র পরেও আপনি এটি পরতে পারেন।