অমিত শাহ ও আদিত্য মাদিরাজু ভারতীয়-আমেরিকান সমলিঙ্গ যুগল। বর্তমানে তাঁরা অভিভাবকও হয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের পরি কী হবে তাঁদের ভবিষ্যৎ।
আমিত শাহও আদিত্য মাদিরাজু ২০১৯ সালে বিয়ে বিয়ে করেছিলেন। সেই সময় একাধিক সংবাদ মাধ্যমে তাঁরা ছিলেন শিরোনামে। তাঁদের কথায় একাধিক চ্যালেঞ্জ ছিল সামনে।
আমিত-অদিত্য় নিজেদের বিয়েকে প্রেমের জয় হিসেবে বর্ণনা করেছিলেন। পাঁচ বছরের সুখী দাম্পত্যের জীবন তাঁদের।
আরও পাঁচজন দম্পতি যেভাবে একটি সন্তানের স্বপ্ন দেখেন তেমনই আমিত-আদিত্যও সন্তানের স্বপ্ন দেখেছিলেন। তারা নিজেরাই জানিয়েছেন,তাদের ইচ্ছে পুরণ হচ্ছে।
একজন দিল্লির বাসিন্দা, অন্যজন গুজরায়েত। আমেরিকায় একটি জন্মদিনের পার্টিতে তাঁরা পরিচিত হন। সেই সময় থেকেই বন্ধুত্ব তৈরি হয়েছিল।
আমিত আর আদিত্য বন্ধু ছিলেন। তাকপরই তাঁরা প্রেমে পড়েন। কিন্তু প্রেম লুকাতে তাঁরা রাজি ছিলেন না। আর সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
ভারতে সমলিঙ্গের বিয়ে বৈধ কিনা তা নিয়ে রায় দিতে গিয়ে দুইভাগে ভাগ হয়ে যায় সুপ্রিম কোর্ট। তাই তাদের বিয়েও স্বীকৃত নয়।
পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ দ্বিমত পোষণ করে। তিন বিচারপতি দত্তক নেওয়ার সরাসরি বিরোধিতা করে। বাকি দুই বিচারপতি দত্তক নেওয়ার পক্ষেই মত দিয়েছেন।
প্রেম বাড়িয়ে দেয় হৃদস্পন্দনের গতি- এমন অবাক করা ৬ পরিবর্তন আসে শরীরে
যৌনসুখ মেটাতে 'সেক্স টয়' ব্যবহার, জেনে নিন কয়েকটি জনপ্রিয় সাইটের হদিশ
যৌনমিলনে অনীহা বাড়ছে, কীভাবে বাড়বে সঙ্গমের ইচ্ছা
বেডরুমে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এই ৫ অসাধারণ টিপস