Bangla

যোগাযোগ কমছে

সঙ্গী যদি আপনাকে এড়িয়ে চলে তাহলে বুঝতে হবে সে আপনার অনুভূতির গুরুত্ব দেয় না। তা হলে এটি একটি উদ্বেগের বিষয়

Bangla

আপনাকে নিয়ন্ত্রণের চেষ্টা

আপনার সঙ্গী আপনার গতিবিধি বা কাজকর্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে- এমনটা যদি হয় তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান।

Image credits: Our own
Bangla

অপমান করা

সঙ্গী যদি আপনাকে সর্বদা আপমান করে তাহলে বুঝতে হবে এই সম্পর্ক বয়ে বেড়ানোর কোনও প্রয়োজন নেই।

Image credits: Our own
Bangla

মিথ্যা কথা বললে

সঙ্গী আপনাকে কারণে অকারণে মিথ্যা কথা বলে তাহলে বুঝতে হবে এই সম্পর্ক আপনার জন্য আর গুরুত্বপূর্ণ নয়। সম্পর্কে শেষ করে দেওয়াই শ্রেয়।

Image credits: Our own
Bangla

পাশে না থাকা

সঙ্গী আপনার পাশে না থাকে , কঠিন সময় আপনাকে অবহেলা করে বা আপনার প্রতি সমর্থন না জানায় তাহলে বুঝতে হবে তার অনুভূতি আপনার জন্য তলানিতে ঠেকেছে।

Image credits: Our own
Bangla

শারীরিক ও মানসিক অত্যাচার

শারীরিক নির্যাতন, মারধর কখনই মেনে নেবেন না। এটা আপনাকে অসম্মান করারই একটা অঙ্গ। মানসিকভাবে অত্যাচারকেও প্রশ্রয় দেবেন না।

Image credits: Our own
Bangla

প্রায়ই ঝগড়া হওয়া

দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হওয়া থেকেও দূরত্ব বাড়ে। তাই সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ায় শ্রেয়।

Image credits: Our own
Bangla

সঙ্গীর সততা

সঙ্গী আর তার সম্পর্ক নিয়ে আপনার কাছে সৎ নয়। তখনই বুঝবেন সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ায় শ্রেয়।

Image credits: Our own
Bangla

কথা কম বলা

সঙ্গী আপনার সঙ্গে কথা কম বলছে। প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে এড়িয়ে যাচ্ছে। তাহলে সম্পর্ক শেষ করুন।

Image credits: Our own
Bangla

প্রতিশ্রুতি রাখেনি

যদি সঙ্গী আপনাকে দেওয়া একাধিক প্রতিশ্রুতি ইচ্ছেকৃতভাবে পালন না করে তাহলে জানবের যত দ্রুত সম্পর্ক শেষ করবেন ততই আপনার ভাল।

Image credits: Our own

যৌন চাহিদা বাড়াতে পাতে রাখুন এই ৫ খাবার, সম্পর্কের রসায়ণ উপভোগ করুন

দিনের শেষে সঙ্গীকে উষ্ণ চুম্বনে ভরিয়ে তুলতে ট্রাই করুন এই সমস্ত কিস

দাম্পত্য কলহ থেকে দূরে থাকতে বিয়ের আগে ১০ বিষয়ে কথা বলুন সঙ্গীর সাথে

জানুন বিছানায় রাজত্ব করতে কোন সুগন্ধী যৌনমিলনের জন্য আদর্শ