Bangla

সবাই চায় বিবাহিত জীবন সুখের হোক, কিন্তু তার জন্য কী করতে হয় জানা আছে?

সুখী বিবাহিত জীবন চাইলে তার জন্য দম্পতিকে বিশেষ কিছু অভ্যাস গড়ে তুলতে হয়, নির্দিষ্ট আচরণ করতে হয়। না হলে বিবাহিত জীবনে সমস্যা হয়।

Bangla

কোনও সময়েই আপসের বিয়েতে রাজি হতে নেই, তাহলে সমস্যা হয়, মত জয়া কিশোরীর

আধ্যাত্মিক বক্তা জয়া কিশোরী বিয়ের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। জয়ার মতে, বিয়েতে আপস সম্পর্ককে দুর্বল করে।

Image credits: Our own
Bangla

একে অপরের সঙ্গে মানিয়ে চলতে শিখুন, তাহলে দাম্পত্য জীবন সুখের হবে

স্বামী এবং স্ত্রীকে একে অপরের সঙ্গে মানিয়ে চলতে শিখতে হবে। তবেই সম্পর্ক এগিয়ে যাবে, মত জয়া কিশোরীর।

Image credits: Our own
Bangla

স্বামী বা স্ত্রীকে কখনও অবহেলা করবেন না, তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে

সম্পর্ক মজবুত করার জন্য আপনাদের দু'জনকে একে অপরের সুখের দিকে নজর রাখতে হবে। এটি করলে আপনাদের সম্পর্ক বছরের পর বছর টিকে থাকবে।

Image credits: Our own
Bangla

তাড়াহুড়ো করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে, সতর্ক করে দিচ্ছেন জয়া

সম্পর্কের দৃঢ়তার জন্য ধৈর্য ধারণ করা খুবই জরুরি। ছোটখাটো বিষয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করা থেকে বিরত থাকুন, পরামর্শ দিচ্ছেন জয়া কিশোরী।

Image credits: Our own
Bangla

স্বামী-স্ত্রীর সবসময় একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, মত জয়ার

জয়া কিশোরী বলেন, যদি আপনারা একে অপরকে সম্মান করেন তাহলে সীমা অতিক্রম হবে না এবং সম্পর্কের মর্যাদাও বজায় থাকবে।

Image credits: Our own
Bangla

দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি

সম্পর্ক বা জুটি হয়তো আকাশ থেকে তৈরি হয়, কিন্তু পারস্পরিক বোঝাপড়া দিয়েই তাদের বিকশিত করা যায়, বলছেন জয়া কিশোরী।

Image credits: Getty

এই ব্যক্তিদের কখনও সাহায্য করবেন না, বিপদে পড়বেন, বলছে চাণক্য নীতি

পরীক্ষার চাপে ভুগছে শিশুরা? ৫ টিপসে দূর করুন Stress এবং Anxiety

চাণক্য নীতি: ৪টি গোপন কথা বললেই বিপদে পড়ে যাবেন

ভ্যালেন্টাইনস ডে-তে এভাবে পরুন মায়ের পুরনো লাল শাড়ি, তাক লেগে যাবে