সুখী বিবাহিত জীবন চাইলে তার জন্য দম্পতিকে বিশেষ কিছু অভ্যাস গড়ে তুলতে হয়, নির্দিষ্ট আচরণ করতে হয়। না হলে বিবাহিত জীবনে সমস্যা হয়।
আধ্যাত্মিক বক্তা জয়া কিশোরী বিয়ের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। জয়ার মতে, বিয়েতে আপস সম্পর্ককে দুর্বল করে।
স্বামী এবং স্ত্রীকে একে অপরের সঙ্গে মানিয়ে চলতে শিখতে হবে। তবেই সম্পর্ক এগিয়ে যাবে, মত জয়া কিশোরীর।
সম্পর্ক মজবুত করার জন্য আপনাদের দু'জনকে একে অপরের সুখের দিকে নজর রাখতে হবে। এটি করলে আপনাদের সম্পর্ক বছরের পর বছর টিকে থাকবে।
সম্পর্কের দৃঢ়তার জন্য ধৈর্য ধারণ করা খুবই জরুরি। ছোটখাটো বিষয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করা থেকে বিরত থাকুন, পরামর্শ দিচ্ছেন জয়া কিশোরী।
জয়া কিশোরী বলেন, যদি আপনারা একে অপরকে সম্মান করেন তাহলে সীমা অতিক্রম হবে না এবং সম্পর্কের মর্যাদাও বজায় থাকবে।
সম্পর্ক বা জুটি হয়তো আকাশ থেকে তৈরি হয়, কিন্তু পারস্পরিক বোঝাপড়া দিয়েই তাদের বিকশিত করা যায়, বলছেন জয়া কিশোরী।
এই ব্যক্তিদের কখনও সাহায্য করবেন না, বিপদে পড়বেন, বলছে চাণক্য নীতি
পরীক্ষার চাপে ভুগছে শিশুরা? ৫ টিপসে দূর করুন Stress এবং Anxiety
চাণক্য নীতি: ৪টি গোপন কথা বললেই বিপদে পড়ে যাবেন
ভ্যালেন্টাইনস ডে-তে এভাবে পরুন মায়ের পুরনো লাল শাড়ি, তাক লেগে যাবে