Durga Puja

মধু

শ্রাবণমাসে শিবলিঙ্গে মধু মাখানো এবং নৈবেদ্যে মধু নিবেদন খুবই মঙ্গলের। একে বলা হয় মধু-অভিষেক। হিন্দুশাস্ত্রে উল্লেখ রয়েছে মধু হল সমস্ত বিপদ এবং রোগভোগ থেকে নিরাময় পাওয়ার উপায়

Image credits: Getty

টক দই

ঘরে পাতা টক দই অথবা ঘরে পাতা টক দই-এ সামান্য মিষ্টি মিশিয়ে তৈরি করা শ্রীখান্দ অথবা রায়তা শ্রাবণ মাসে শিবের চরণে রাখাও খুবই মঙ্গলের। টক দই সমস্যা এবং বাধা থেকে মুক্তি পাওয়ার উপায়

Image credits: Getty

দুধ

শিবলিঙ্গে দুধ ঢালাও অতি মঙ্গলের বলে বিবেচিত হয়। এতে পরিবার এবং গৃহে পজিটিভ শক্তি আসে বলে বিশ্বাস।

Image credits: Getty

বেল পাতা

শিবলিঙ্গে বেল পাতা নিবেদন অতি ভালো বলে বিশ্বাস। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে প্রতিটি বেলগাছে নাকি মা পার্বতীর বাস রয়েছে। তাই বেল পাতা শিবলিঙ্গে ঠেকালে ঘরে শান্তি আসে বলে বিশ্বাস

Image credits: Getty

ঘি

শিবের আশীর্বাদ পেতে গেলে ঘি নিবেদন করা উচিত বলেও বিশ্বাস।

Image credits: Getty

ফলমূল নিবেদন

শিবের চরণে ফলমূল যেমন- আপেল, আঙুর, কমলা, কলা, বেদানা, স্ট্রবেরি নিবেদন করুন, শিব নাকি ফলমূল পেলে প্রীত হন এবং আশীর্বাদ দেন বলে বিশ্বাস

Image credits: Getty

সুজির হালওয়া

ঘি-দুধ-ক্ষীর-কাজুবাদাম এবং কিশমিশ দিয়ে সুন্দর করে বানানো সুজির হালওয়া নাকি শিবের অতিপ্রিয় খাবার

Image credits: Facebook

মাখনার ক্ষীর

শিবের অতি প্রিয় একটি খাবার। দুধের সঙ্গে মাখনাকে চুবিয়ে এবং এর সঙ্গে চিনি-সহ আরও বিভিন্ন স্বাদ বর্ধক উপাদানকে যোগ করে শিবের পা-এ নিবেদন করলে নাকি মেলে মঙ্গলাশীষ

Image credits: Getty

সাবুদানার ক্ষীর

সাগু, দুধ, চিনি, ড্রাই-ফ্রুটস সহযোগে সুন্দর একটা পুডিং তৈরি করুন। এরপর তা শিবের চরণে নিবেদন করুন

Image credits: Getty

মালপোয়া

খোয়া ক্ষীর-বাদাম-ঘি এবং আরও আনুষাঙ্গিক সব উপাদান দিয়ে মালপোয়া বানিয়ে শিবকে উৎসর্গ করুন। এতে নাকি গৃহের শ্রীবৃদ্ধি হয় এবং বিপদের আশঙ্কা কমে বলে ভক্তদের বিশ্বাস

Image credits: Getty