Bangla

স্বাস্থ্যকর টিপস

এবার সাওন মাস ৫৯ দিন অর্থাৎ প্রায় দুই মাস। সাওনের শেষ সোমবারের উপবাস হবে ২৮ জুলাই। কীভাবে সুস্থ থাকবেন এই কটা দিন, জেনে নিন কিছু স্বাস্থ্যকর টিপস।

Bangla

স্বাস্থ্যকর টিপস

উপবাস শুরুর আগে ভারী খাবার খেয়ে নিন। প্রোটিন সমৃদ্ধ খাবার বা গোটা শষ্য জাতীয় খাবারে শরীর সারাদিন সুস্থ থাকবে। এছাড়াও খাবারে অবশ্যই থাকতে হবে কার্বোহাইড্রেট।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

পাতে থাকুক শাকসবজি ও টাটকা ফল। অনেকক্ষণের কাটা ফল খাবেন না।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

উপবাসের দিন এড়িয়ে চলুন অতিরিক্ত তেল মশলাদার খাবার। চেষ্টা করুন যেন সেদ্ধ, গ্রিল করা খাবার পাতে নিতে। তেলাক্ত ও ভাজাভুজি খেলে অ্যাসিডিটি হওয়ার সমূহ সম্ভাবনা।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

উপবাসের দিন সুস্থ থাকার জন্য হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ। নারকেল জল, লেবু জল, বাড়িতে তৈরি বরফ চা বা বাটার মিল্কের মতো হাইড্রেটিং পানীয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

চিনির অতিরিক্ত সেবন বা প্রসেসড ড্রিংকস শরীরের মারাত্মক ক্ষতি করে এই সময়। তাই এনার্জি ড্রিংকস বা কোল্ড ড্রিংকস এড়িয়ে চলুন।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

পর্যাপ্ত বিশ্রাম নিন। হালকা ঘুম বা পাওয়ার ন্যাপ এই সময়গুলিতে খুব দরকার।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

অতিরিক্ত প্রোটিন এই সময় শরীরকে সুস্থ রাখে। তাই বেশি করে প্রোটিন জাতীয় খাবার খান।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

উপবাসের দিন খাবার হতে হবে শরীরের প্রয়োজনীয় ফ্যাট, গোটা শষ্য ও প্রয়োজনীয় খনিজ সমৃদ্ধ। তবে শরীর সুস্থ থাকবে।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

খুব অল্প তেলে রান্না করা হোক উপবাসের দিন। তাতে ক্ষতিকারক পদার্থ শরীরে প্রবেশে ঝুঁকি কম থাকবে।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যকর টিপস

সারাদিন হালকা কাজ করুন। শুয়ে বসে থাকলে শরীর আরও দুর্বল লাগবে। হালকা ঘরের কাজ করলে এনার্জি বজায় থাকে।

Image credits: Getty

সনাতন হিন্দু ধর্মের উৎসব অম্বুবাচীর কাহিনি

হিন্দুদের অন্যতম বড় উৎসব রথযাত্রা ২০২৩-র তারিখ এবং সময়

২০২৩ সালের জগন্নাথদেবের স্নানযাত্রা ও রথযাত্রার ইতিহাস ও সময়সূচি

হনুমান চল্লিশা পাঠ বদলে দেবে আপনার জীবন