নিয়মিত আপনি পুজো করেন। দেবতার পায়ে ফুল চন্দন নিবেদন করেন। কিন্তু আপনি জানেন কী দেবতার আপনার পুজোয় সন্তুষ্ট কিনা।
দেবতা আপনার পুজোয় সন্তুষ্য় হয়েছে কিনা জানার কিন্তু কতগুলি উপায় রয়েছে। আপনি একটু খেয়াল করলেই তা বুঝতে পারবেন।
নিয়মিত পুজোর সময় প্রসাদ দেন। আপনি যখন প্রসাদ বিলি করবেন তখন যদি কেউ এসে পড়ে তাহলে বুঝবেন দেবতা সন্তুষ্ট।
পুজোর ফুল যদি দেবতার মাথা থেকে পড়ে যায় তাহলে বুঝতে হবে দেবতা আপনাকে আশীর্বাদ করছে আপনার পুজোয় সন্তুষ্ট হয়ে।
পুজের সময় ধুপের ধোঁয়া যদি পুজোর দেবতার দিকে যায় তাহলে বুঝতে হবে দেবতা আপনার পুজোয় সন্তুষ্ট।
মন ঠান্ডা করে পুজো করলেই দেবতা সন্তুষ্ট হয়। পুজোর সময় মন যদি চঞ্চল না হয় তাহলে দেবতা আপনার পুজোয় সন্তুষ্ট হবেন।
পুজোর সময় যদি প্রদীপ নিভে যায় তাহলে বুঝতে হবে পুজোয় দেবতা সন্তুষ্ট হয়নি।
পুজোর পরে প্রণাম অবশ্যই করেন। কিন্তু তখন যদি কোনও কারণে বাধা পান তাতে বুঝতে হবে দেবতা আপনার পুজোয় সন্তুষ্ট হয়নি।
শ্রাবণ মাসের সোমবারে এই রঙের পোশাকে মহাদেবের পুজো করুন, মিলবে আশীর্বাদ
অর্থ সম্পদ ঐশ্বর্য খ্যাতির দ্রুত বৃদ্ধি পেতে, বাড়িতে রাখুন এই ছবি
শ্রাবণ মাসের সোমবার শিব ঠাকুরের আর্শীরবাদ পেতে এগুলি অর্পণ করুন
Dhanteras2023: ধনতেরাসে সোনা বা ঝাঁটা কেনার নিয়ম হিন্দুশাস্ত্রে নেই