Bangla

নিয়মিত পুজো

নিয়মিত আপনি পুজো করেন। দেবতার পায়ে ফুল চন্দন নিবেদন করেন। কিন্তু আপনি জানেন কী দেবতার আপনার পুজোয় সন্তুষ্ট কিনা।

Bangla

জানার উপায়

দেবতা আপনার পুজোয় সন্তুষ্য় হয়েছে কিনা জানার কিন্তু কতগুলি উপায় রয়েছে। আপনি একটু খেয়াল করলেই তা বুঝতে পারবেন।

Image credits: adobe stock
Bangla

অতিথি দেব ভব

নিয়মিত পুজোর সময় প্রসাদ দেন। আপনি যখন প্রসাদ বিলি করবেন তখন যদি কেউ এসে পড়ে তাহলে বুঝবেন দেবতা সন্তুষ্ট।

Image credits: adobe stock
Bangla

ফুল

পুজোর ফুল যদি দেবতার মাথা থেকে পড়ে যায় তাহলে বুঝতে হবে দেবতা আপনাকে আশীর্বাদ করছে আপনার পুজোয় সন্তুষ্ট হয়ে।

Image credits: adobe stock
Bangla

ধূপের ধোঁয়া

পুজের সময় ধুপের ধোঁয়া যদি পুজোর দেবতার দিকে যায় তাহলে বুঝতে হবে দেবতা আপনার পুজোয় সন্তুষ্ট।

Image credits: adobe stock
Bangla

মন

মন ঠান্ডা করে পুজো করলেই দেবতা সন্তুষ্ট হয়। পুজোর সময় মন যদি চঞ্চল না হয় তাহলে দেবতা আপনার পুজোয় সন্তুষ্ট হবেন।

Image credits: adobe stock
Bangla

প্রদীপ

পুজোর সময় যদি প্রদীপ নিভে যায় তাহলে বুঝতে হবে পুজোয় দেবতা সন্তুষ্ট হয়নি।

Image credits: adobe stock
Bangla

প্রণাম

পুজোর পরে প্রণাম অবশ্যই করেন। কিন্তু তখন যদি কোনও কারণে বাধা পান তাতে বুঝতে হবে দেবতা আপনার পুজোয় সন্তুষ্ট হয়নি।

Image Credits: Getty