Bangla

ধনতেরাসের নিয়ম

ধনতেরাসের দিনে সোনা বা ঝাঁটা কিনতে লম্বা লাইন পড়ে যায়। কিন্তু হিন্দুশাস্ত্রে এর কোনও তথ্য নেই।

Bangla

ধনতেরাসের সোনা কেনা

অনেকেই ধনতেরাসেরই সোনা কেনা শুভ বলে মনে করেন। সোনার দোকানগুলিতে লম্বা লাইন পড়ে যায়। অনেকে রুপোও কেনেন।

Image credits: freepik
Bangla

ধনতেরাসে ঝাঁটা

অনেকেই আবার মনে করে ধনতেরাসে ঝাঁটা ঘরে আনা শুভ বলে মনে করা হয়। কিন্তু এরও কোনও ধর্মীয় বিধি নেই।

Image credits: Getty
Bangla

ধনতেরাসের মানে

হিন্দু শাস্ত্র অনুযায়ী ধনতেরাস হল ধনত্রয়দশী।

Image credits: Getty
Bangla

ধনতেরাস পৌরাণিক কাহিনি

পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়, ধনতেরাস দেবী ধন্নত্বরীর আবির্ভাব হয়। সমুদ্রমন্থনে এই দেবীর আবির্ভাব হয়। প্রাচীনকালে চিরজীবন সুস্থ থাকার জন্য পুজো করত।

Image credits: Getty
Bangla

ধনতেরাসে ধনের পুজো

বর্তমানে ধনতেরাস ধনদেবী লক্ষ্মী আর কুবেরের পুজো করা হয়। ধনতেরাস মানে এখন সুস্থ থাকার নয় ধনের আরাধনা করাই নিয়ম।

Image credits: Our own
Bangla

ধনতেরাস বাসন কেনা

ধনতেরাসের বাসন কেনার নিয়ম রয়েছে অনেক সম্প্রদায়ের মধ্যে। অনেকেই আবার সোনা বা রুপোর টাকা কেনেন।

Image credits: Getty
Bangla

ধনতেরাসের লক্ষ্মীর পুজো

ধনতেরানের দিনে চাইলে আপনি লক্ষ্মীর সঙ্গে দেবী ধন্নত্বরীর পুজো করতে পারেন।

Image credits: Getty

ভুল দিকে অ্যালোভেরা গাছ লাগালে তছনছ হয়ে যেতে পারে পরিবারের সুখ শান্তি

Durga Puja: দশমীতে নীলকণ্ঠ পাখির দর্শন শুভ, আর্থিক শ্রীবৃদ্ধি হয়

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন চন্দ্রগ্রহণ, মায়ের কৃপা পেতে এগুলি করুন

দুর্গা পূজা ২০২৩: সোহিনী থেকে ইশা, পুজোয় সাদা শাড়িতে ট্রেন্ডিং কারা?