ধনতেরাসের দিনে সোনা বা ঝাঁটা কিনতে লম্বা লাইন পড়ে যায়। কিন্তু হিন্দুশাস্ত্রে এর কোনও তথ্য নেই।
অনেকেই ধনতেরাসেরই সোনা কেনা শুভ বলে মনে করেন। সোনার দোকানগুলিতে লম্বা লাইন পড়ে যায়। অনেকে রুপোও কেনেন।
অনেকেই আবার মনে করে ধনতেরাসে ঝাঁটা ঘরে আনা শুভ বলে মনে করা হয়। কিন্তু এরও কোনও ধর্মীয় বিধি নেই।
হিন্দু শাস্ত্র অনুযায়ী ধনতেরাস হল ধনত্রয়দশী।
পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়, ধনতেরাস দেবী ধন্নত্বরীর আবির্ভাব হয়। সমুদ্রমন্থনে এই দেবীর আবির্ভাব হয়। প্রাচীনকালে চিরজীবন সুস্থ থাকার জন্য পুজো করত।
বর্তমানে ধনতেরাস ধনদেবী লক্ষ্মী আর কুবেরের পুজো করা হয়। ধনতেরাস মানে এখন সুস্থ থাকার নয় ধনের আরাধনা করাই নিয়ম।
ধনতেরাসের বাসন কেনার নিয়ম রয়েছে অনেক সম্প্রদায়ের মধ্যে। অনেকেই আবার সোনা বা রুপোর টাকা কেনেন।
ধনতেরানের দিনে চাইলে আপনি লক্ষ্মীর সঙ্গে দেবী ধন্নত্বরীর পুজো করতে পারেন।
ভুল দিকে অ্যালোভেরা গাছ লাগালে তছনছ হয়ে যেতে পারে পরিবারের সুখ শান্তি
Durga Puja: দশমীতে নীলকণ্ঠ পাখির দর্শন শুভ, আর্থিক শ্রীবৃদ্ধি হয়
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন চন্দ্রগ্রহণ, মায়ের কৃপা পেতে এগুলি করুন
দুর্গা পূজা ২০২৩: সোহিনী থেকে ইশা, পুজোয় সাদা শাড়িতে ট্রেন্ডিং কারা?