শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুরের আশীর্বাদ পেতে এই কাজগুলি করুন।
শিবপুরাণ অনুসারে, ভগবান শিবকে চাল নিবেদন করলে ধন-সম্পদ আসে। ভাঙা চাল দেবেন না।
ভাত শুক্রের খাদ্য। এই গ্রহটি শুভ হলেই আমরা জীবনে সুখ, সম্পদ ও সমৃদ্ধি লাভ করি।
শিবপুরাণ অনুসারে, শিবকে তিল নিবেদন করলে পাপ নাশ হয়।
যব নিবেদন করলে সুখ বাড়ে বলে শিব পুরাণে উল্লেখ রয়েছে।
শ্রাবণ মাসের সোমবার সন্তান লাভের জন্য শিব ঠাকুরকে গম অর্পণ করুন। গমের দানা যেন গোটা থাকে।
শিব পুরাণ অনুযায়ী মন ঠান্ডা করার জন্য সোমবার গঙ্গাজল দিয়ে রুদ্রাভিষেক করুন। আথের রস দিল সুখ বৃদ্ধি পায়।
শিবলিঙ্গে মধু দিয়ে অভিষেক করলে রোগ মুক্তি ঘটে বলে অনেকেই বিশ্বাস করেন।
ভগবান শঙ্করকে লাল ও সাদা ফুল অর্পণ করলে মোক্ষ লাভ হয়। জুঁই ফুল নিবেদন করলে সুখী হতে পারবেন।
বেল ফুলের আরাধনা করলে একজন সুন্দরী ও সদাচারী স্ত্রী পাওয়া যায়। কলকে ফুল দিয়ে শিব পুজো করলে সংসারে শ্রীবৃদ্ধি হয়।
Dhanteras2023: ধনতেরাসে সোনা বা ঝাঁটা কেনার নিয়ম হিন্দুশাস্ত্রে নেই
ভুল দিকে অ্যালোভেরা গাছ লাগালে তছনছ হয়ে যেতে পারে পরিবারের সুখ শান্তি
Durga Puja: দশমীতে নীলকণ্ঠ পাখির দর্শন শুভ, আর্থিক শ্রীবৃদ্ধি হয়
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন চন্দ্রগ্রহণ, মায়ের কৃপা পেতে এগুলি করুন