Bangla

বছরের শেষ চন্দ্রগ্রহণ

মহালয়ার দিনে ছিল সূর্যগ্রহণ। লক্ষ্মীপুজোর দিনে বছরের শেষ চন্দ্রগ্রহণ। জানুন কী প্রভাব পড়বে।

Bangla

চন্দ্রগ্রহণের সময়

পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মীপুজোর দিন রাত ১টা ৫৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি। আর চন্দ্রগ্রহণ হবে রাত ১টা ৫ মিনিট থেকে। ২টো ২৪ মিনিট পর্যন্ত থাকবে গ্রহণ।

Image credits: Getty
Bangla

খণ্ডগ্রাস গ্রহণ

শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলেছেন এর কোজাগরী লক্ষ্মীপুজোয় বছরের শেষ চন্দ্রগ্রহণ। এটি খণ্ডগ্রাস গ্রহণ।

Image credits: Getty
Bangla

বিরল চন্দ্রগ্রহণ

৫০ বছর পরে লক্ষ্মীপুজোর দিনে চন্দ্রগ্রহণ হবে। এতদিন লক্ষ্মীপুজোয় চন্দ্রগ্রহণ পড়েনি।

Image credits: Getty
Bangla

কোথা থেকে দেখা যাবে

বিজ্ঞানীদের মতে ভারত থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। ভারতে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা যাবে চন্দ্রগ্রহণ। ভারত ছাড়াও দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে।

Image credits: Getty
Bangla

গ্রহণের সময় করণীয়

লক্ষ্মীপুজোর দিনে গ্রহণের নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করেন অনেকে। গ্রহণের রাতে সাধারণত নিরামিশ ও শুকনো খাবার খেতেই পরামর্শ দিয়েছেন জ্যোতিষরা।

Image credits: Getty
Bangla

আর্থিক সুবিধে

গ্রহণের রাতে মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদ বাড়বে। সংসারে শ্রীবৃদ্ধি হবে।

Image credits: Getty
Bangla

লক্ষ্মীপুজোর নিয়ম

চন্দ্রগ্রহণ হলেও লক্ষ্মীপুজোর নিয়ম গুলি মেনে চলতেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Image credits: Getty

দুর্গা পূজা ২০২৩: সোহিনী থেকে ইশা, পুজোয় সাদা শাড়িতে ট্রেন্ডিং কারা?

বুকে ত্রিশূল-রক্তাক্ত শরীর, কেন দেবী দুর্গার সঙ্গে পূজিত হন মহিষাসুর?

দুর্গা পূজা ২০২৩: দেবী দুর্গার প্রিয় ফুল আর পাতা কী, জানেন?

Durga Puja: মশাল মিছিলের মধ্যে দিয়ে দেবীবরণ পল্লির যুবকবৃন্দে