সাদা শাড়ি যেমনই উজ্জ্বল, তেমনই নজরকাড়া। তাই এবারের দুর্গাপুজোয় টলি নায়িকাদের পরনে ট্রেন্ডিং হয়ে উঠেছে সাদা শাড়ি।
টলি-তন্বী দিতিপ্রিয়া নিজের সাদা শাড়িটি টিম-আপ করেছেন নীল ব্লাউজ দিয়ে।
‘বকুল কথা’-র ঊষসীও এবছরের দুর্গাপুজোয় (Durga Puja 2023) সাদা শাড়িতে ট্রেন্ডিং।
নিজের সাদা শাড়িটিকে তিনি টিম-আপ করেছেন সাদা রঙের হাকোবা ব্লাউজ দিয়ে।
অগোছালো আঁচলের সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাদা শাড়িটিও হলুদ ব্লাউজের সঙ্গে দিব্যি মানানসই।
অন্যদিকে, স্বস্তিকার ডিপ নেক লাল ব্লাউজের সঙ্গেও সাদা শাড়ি খাপ খাচ্ছে ভালোই।
ইশা সাহা অবশ্য সাদা শাড়ির সঙ্গে সাদা ব্লাউজই পরেছেন।
ইশার ব্লাউজটি ফুল হাতা এবং ডিপ নেক। পরিপাটি খোঁপার সঙ্গে বিশেষ নজর কেড়েছে ইশার অক্সিডাইজের গয়নাগুলিও।
অভিনেত্রী মধুমিতা সরকার অবশ্য রেট্রো লুকে নজর কেড়ে নিয়েছেন সাদা শাড়িতে।
সাদা শাড়ির সঙ্গে মধুমিতা সরাসরি কনট্রাস্ট করে পরে নিয়েছেন কালো ব্লাউজ।
পুরোপুরি সাদা না হলেও অভিনেত্রী সোহিনী সরকারের অফ হোয়াইট রঙের শাড়িটি ভীষণ আকর্ষণীয়।
অফ হোয়াইট শাড়ির সঙ্গে সাদা রঙের ডিপ নেক ব্লাউজ এক অনন্য মাত্রা যোগ করেছে।
বুকে ত্রিশূল-রক্তাক্ত শরীর, কেন দেবী দুর্গার সঙ্গে পূজিত হন মহিষাসুর?
দুর্গা পূজা ২০২৩: দেবী দুর্গার প্রিয় ফুল আর পাতা কী, জানেন?
Durga Puja: মশাল মিছিলের মধ্যে দিয়ে দেবীবরণ পল্লির যুবকবৃন্দে
Durga Puja: দুর্গাপুজোর উপসের নিয়ম, মানলে আশীর্বাদ করেন মা দুর্গা