Bangla

ট্রেন্ডিং

সাদা শাড়ি যেমনই উজ্জ্বল, তেমনই নজরকাড়া। তাই এবারের দুর্গাপুজোয় টলি নায়িকাদের পরনে ট্রেন্ডিং হয়ে উঠেছে সাদা শাড়ি।

Bangla

দিতিপ্রিয়া রায়

টলি-তন্বী দিতিপ্রিয়া নিজের সাদা শাড়িটি টিম-আপ করেছেন নীল ব্লাউজ দিয়ে।

Image credits: Our own
Bangla

ঊষসী রায়

‘বকুল কথা’-র ঊষসীও এবছরের দুর্গাপুজোয় (Durga Puja 2023) সাদা শাড়িতে ট্রেন্ডিং।

Image credits: Our own
Bangla

হাকোবা ব্লাউজ

নিজের সাদা শাড়িটিকে তিনি টিম-আপ করেছেন সাদা রঙের হাকোবা ব্লাউজ দিয়ে।

Image credits: Our own
Bangla

স্বস্তিকা মুখোপাধ্যায়

অগোছালো আঁচলের সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাদা শাড়িটিও হলুদ ব্লাউজের সঙ্গে দিব্যি মানানসই।

Image credits: Our own
Bangla

ডিপ নেক ব্লাউজ

অন্যদিকে, স্বস্তিকার ডিপ নেক লাল ব্লাউজের সঙ্গেও সাদা শাড়ি খাপ খাচ্ছে ভালোই।

Image credits: Our own
Bangla

ইশা সাহা

ইশা সাহা অবশ্য সাদা শাড়ির সঙ্গে সাদা ব্লাউজই পরেছেন।

Image credits: Our own
Bangla

অক্সিডাইজের গয়না

ইশার ব্লাউজটি ফুল হাতা এবং ডিপ নেক। পরিপাটি খোঁপার সঙ্গে বিশেষ নজর কেড়েছে ইশার অক্সিডাইজের গয়নাগুলিও।

Image credits: Our own
Bangla

মধুমিতা সরকার

অভিনেত্রী মধুমিতা সরকার অবশ্য রেট্রো লুকে নজর কেড়ে নিয়েছেন সাদা শাড়িতে।

Image credits: Our own
Bangla

কালো ব্লাউজ

সাদা শাড়ির সঙ্গে মধুমিতা সরাসরি কনট্রাস্ট করে পরে নিয়েছেন কালো ব্লাউজ।

Image credits: Our own
Bangla

অফ হোয়াইট

পুরোপুরি সাদা না হলেও অভিনেত্রী সোহিনী সরকারের অফ হোয়াইট রঙের শাড়িটি ভীষণ আকর্ষণীয়।

Image credits: Our own
Bangla

সোহিনী সরকার

অফ হোয়াইট শাড়ির সঙ্গে সাদা রঙের ডিপ নেক ব্লাউজ এক অনন্য মাত্রা যোগ করেছে।

Image credits: Our own

বুকে ত্রিশূল-রক্তাক্ত শরীর, কেন দেবী দুর্গার সঙ্গে পূজিত হন মহিষাসুর?

দুর্গা পূজা ২০২৩: দেবী দুর্গার প্রিয় ফুল আর পাতা কী, জানেন?

Durga Puja: মশাল মিছিলের মধ্যে দিয়ে দেবীবরণ পল্লির যুবকবৃন্দে

Durga Puja: দুর্গাপুজোর উপসের নিয়ম, মানলে আশীর্বাদ করেন মা দুর্গা