দেখতে দেখতে ৬২ বছরে পা দিল পল্লির যুবকবৃন্দের পুজো। এবারের থিম উত্তর সাক্ষী। পুজোয় তুলে ধরা হয়েছে উত্তর কলকাতা
এবার পুজোর উত্তর কলকাতার স্মৃতি ফিরিয়ে আনছে পল্লির যুবকবৃদ্ধে। তুলে ধরা রয়েছে প্রাচীন কলকাতার টুকরো ছবি
প্রতি বছরের মত এ বছরও ক্লাবের মহিলারা মশাল জ্বালিয়ে ক্লাবে আসেন।
পালকিতে কুমোরটুলি থেকে প্রতিমা আনার রেওয়াজ রয়েয়েছে।
কলকাতার এই পুজোয় মহিলাদের উৎসহ অন্যান্যবারের মত এবারও ছিল চোখে পড়ার মত।
এই উদ্যোক্তারা উত্তর কলকাতার সংস্কৃতি প্রচীন প্রথাগুলিতেই এই পুজোর মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন। তাই থিমের নাম উত্তরসাক্ষী।
এই থিমের রূপকার কোনও একজন ব্যক্তি বা শিল্পি নয়। ক্লাবের উদ্যোক্তারাই এই থিমের পরিকল্পনা করেছেন।
এই পুজোটি হয় উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের। প্রতিমা শিল্পী হলেন পরিমল পাল।