Bangla

পল্লির যুবকবৃন্দের পুজো

দেখতে দেখতে ৬২ বছরে পা দিল পল্লির যুবকবৃন্দের পুজো। এবারের থিম উত্তর সাক্ষী। পুজোয় তুলে ধরা হয়েছে উত্তর কলকাতা

Bangla

উত্তর কলকাতার ছবি

এবার পুজোর উত্তর কলকাতার স্মৃতি ফিরিয়ে আনছে পল্লির যুবকবৃদ্ধে। তুলে ধরা রয়েছে প্রাচীন কলকাতার টুকরো ছবি

Image credits: Our own
Bangla

প্রথা মেনে পুজো

প্রতি বছরের মত এ বছরও ক্লাবের মহিলারা মশাল জ্বালিয়ে ক্লাবে আসেন।

Image credits: Our own
Bangla

প্রতিমা আনার নিয়ম

পালকিতে কুমোরটুলি থেকে প্রতিমা আনার রেওয়াজ রয়েয়েছে।

Image credits: Our own
Bangla

মহিলাদের উৎসাহ

কলকাতার এই পুজোয় মহিলাদের উৎসহ অন্যান্যবারের মত এবারও ছিল চোখে পড়ার মত।

Image credits: Our own
Bangla

উত্তর কলকাতার সংস্কৃতি

এই উদ্যোক্তারা উত্তর কলকাতার সংস্কৃতি প্রচীন প্রথাগুলিতেই এই পুজোর মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন। তাই থিমের নাম উত্তরসাক্ষী।

Image credits: Our own
Bangla

থিমের রূপকার

এই থিমের রূপকার কোনও একজন ব্যক্তি বা শিল্পি নয়। ক্লাবের উদ্যোক্তারাই এই থিমের পরিকল্পনা করেছেন।

Image credits: Our own
Bangla

পুজোর ঠিকানা

এই পুজোটি হয় উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের। প্রতিমা শিল্পী হলেন পরিমল পাল।

Image Credits: Our own